সঙ্গীতের তালে তালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব। সুস্বাদু সব দেশীয় ফল দিয়ে সাজানো হয় এ উৎসব। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবার এতে অংশ নেন।
ক্লাব অডিটরিয়াম কক্ষে বেলা পৌনে ১১টায় উৎসবের উদ্বোধন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
এ সময় তিনি বলেন, বাঙালির বারো মাসে তের পার্বণ একটি প্রচলিত প্রবাদ। এই ফল উৎসবও তারই ধারাবাহিকতা। ফল শরীরের জন্য উপকারী, তাই সবাইকেতিনি নিয়মিত ফল খাওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, উৎসবে দেশীয় ১৬টি ফল প্রদর্শন ও পরিবেশন করা হচ্ছে। রাসায়নিকমুক্ত ফল পরিবেশন, প্রেস ক্লাবের সদস্য ও পরিবারের সদস্যদের এক করাই এই উৎসবের মূল লক্ষ্য।
এরপরই শুরু হয় ফল বিতরণ। প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সারিবদ্ধ হয়ে ফল সংগ্রহ করেন। এ সময় বাউল শিল্পীরা ঢোল, তবলা, একতারাসহ বিভিন্ন যন্ত্রসঙ্গীত নিয়ে গান পরিবশন করেন। তাদের গানের তালে তালে উৎসব আরও মূখর হয়ে উঠে। ছোট-বড় সবাই গানের তালে তালে ফল উৎসব উপভোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য শ্যামল দত্ত প্রমুখ।