ইমামুল হাসান স্বপন-নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: সনাতন ধর্মালম্বীদের দোল পুর্নিমা উপলক্ষে নারায়নগঞ্জে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের লোকজন হোলি উৎসবে পালন করেছে ।বৃহস্পতিবার স্থানীয় লক্ষী নারায়ন আখরা মন্দিরে সকাল থেকেই নারী পুরুষ,ছোট বড় নির্বিশেষে সমবেত হয়ে একে অপরের মধ্যে আবীর মেখে হোলি খেলে। এর আগে ভক্তরা গোপালকে (কৃষ্ণ) আবীর এবং বাতাশা দিয়ে পুজা শুরু করেন। অনুষ্ঠান শুরু হয় সকাল ৮ টায় রাধা-কৃষ্ণের পূজার আনুষ্ঠানিকতা দিয়ে। পূজা শেষে দেওয়া হয় অঞ্জলি। পরে সকলের মাঝে প্রসাদ বিতরন করা হয়। রাধা কৃষ্ণের বিগ্রহে আবির ও গুলালে স্নান করিয়ে ভক্তরা একে অপরকে আবির মেখে দেন। বেলা ১২ টায় হাড়িভাঙ্গা হয়। ২টা পর্যন্ত উৎসব চলে।
এ উপলক্ষে বিভিন্ন পাড়া মহল্লায় হিন্দু ধর্মলম্বীদের মধ্যে আবীর মেখে উৎসবের আমেজ বিরাজ করে।বিভিন্ন মন্দিরে বর্নিল সাজে স্বজ্জিত করা হয়। প্রতিটি মন্দিরে ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। নগরীতে গায়ে ও পোষাকে রং মাখা লোকজনের চলাচল ছিল চোখে পড়ার মতো।
নগরীর পালপাড়া এলাকায় শংকর রায় জানান, আমরা উৎসব পালন করি কেবল আনন্দ পাওয়ার জন্য নয়। এ থেকে শিক্ষা নেয়ার অনেক কিছু রয়েছে। সকলে মিলে একত্রে অংশ গ্রহন করার মধ্যে একটা মানবিক দিক উঠে আসে। ছোটবড় সবাই যখন একে অন্যকে কাছে টেনে নিয়ে আবীর মাখিয়ে দেয় তখন এক ভিন্ন অনুভুতি জাগে মনে। দোল পূর্ণিমা উদযাপন করতে অনেকে উন্নতমানের খাবার ও গানবাজনার ব্যবস্থা করেন, লাউড স্পিকারে গানের তালে নেচে গেয়ে মেতে উঠেছিল । তরুণ তরুণীদের উচ্ছাস ছিল বেশী।
শিশু-কিশোর , তারুণ- তরুণী থেকে শুরু করে সকল বয়সী মানুষ একে অপরের গালে আবির ও গায়ে ছিটিয়ে দেন নানা রঙ। সকলের মাঝেই ছিল রঙের সমাহার। দোল উৎসবের এই দিনে সকলের কন্ঠে ছিল ‘শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলেছে দেখো ব্রজের গোপাল’।
মন্দিরে আসা বিনা কুমারী বলেন, দুই মেয়েকে নিয়ে আসছি। দিনটা শুভ, অনেক চাওয়া নিয়ে আসছি। মনের আশা পূরণ হবে এই প্রার্থনাই করব।এলাকার বাসিন্দা রিয়াদ বলেন, অনেক আনন্দ উল্লাসে কাটছে দিনটা। আজকের দিনটা সবার। ধর্ম ভেদাভেদ ভুলে ভাই-বোন, বন্ধু সকলে রঙে মেতে উঠেছি।
এদিকে উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা বাহিনী তৎপর ছিল। অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ জানান, কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সর্বত্র শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের দোল পূর্ণিমা উৎসব সম্পন্ন হয়েছে। ছিল পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। ###