বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বিদায়ী মহাসচিব ওমর ফারুক বলেছেন, ‘জলিল-কাজল-মধু পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে যেসব কথা বলা হয়েছে তা সবৈব মিথ্যা ও ভিত্তিহীন। আমার জনপ্রিয়তায় ভীত-সন্ত্রস্ত হয়ে তারা এসব কথা বলেছেন।
সোমবার জাগো নিউজের কাছে তিনি এমন দাবি করেন। এর আগে রোববার বিএফইউজের নির্বাচন স্থগিত হওয়ার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে ওমর ফারুকের বিরুদ্ধে জলিল-কাজল-মধু পরিষদের পক্ষ থেকে বেশকিছু অভিযোগ করা হয়।
ওমর ফারুক বলেন, ‘তারা সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে যেসব কথা বলেছেন তা সবৈব মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের মামলাবাজিতে আমি অভ্যস্ত নাই। আমি সবসময় মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমি কোনো নির্বাচনকে ভয় পাই না। আমি মানুষের পাশে ছিলাম, পাশে আছি এবং থাকব।’