বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন উপলক্ষে করা সব আয়োজন ভেস্তে গেছে। শ্রম আদালতে সাংবাদিক খায়রুল আলম ও সেবিকা রানীর করা মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহান নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, আদালত নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেয়ায় শুক্রবার বিএফইউজের নির্বাচন স্থগিত করা হয়েছে।
শুক্রবার নির্বাচন হবে সে হিসেবে পরিচালনা কমিটি সব আয়োজন সম্পন্ন করে। নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনের মঞ্চ এবং ভোটের বুথ নির্মাণের কাজও সম্পন্ন হয়। প্রেস ক্লাব চত্বরে নির্মাণ করা হয় বিশাল প্যান্ডেল। প্রচার করা হয় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। কিন্তু সব আয়োজন আদালতের স্থগিতাদেশেই বন্ধ হয়ে যায়।
এ নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে তোপখানা রোডস্থ জাতীয় প্রেস ক্লাব এবং এর আশপাশে প্রার্থীদের ব্যানার, পোস্টার, ফেস্টুন টানিয়ে প্রচারণা চালিয়েছেন। সব মিলিয়ে নির্বাচনের প্রচার প্রচারণা তুঙ্গে উঠলেও শেষ মুহূর্তে সব আয়োজন ম্লান হয়ে গেছে।