ঢাকা ছেড়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ইয়েমেনের তাওয়াক্কল কারমান, উত্তর আয়ারল্যান্ডের মেইরিড ম্যাগুয়ার ও ইরানের শিরিন এবাদি। সাত দিনের সফর শেষে গতকাল শুক্রবার তারা বাংলাদেশ ত্যাগ করেন।
রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে সংহত করতে নারীপক্ষের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন তারা। নারীপক্ষ জানায়, নোবেল বিজয়ী তিন নারী এবং সঙ্গে থাকা প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন এবং নির্যাতিত নারীদের সঙ্গে কথা বলেছেন। মিয়ানমারে রাখাইন রাজ্য থেকে পালিয়া আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।
কক্সবাজার থেকে ঢাকায় ফিরে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য তারা বাংলাদেশের প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।