নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম : গ্যাস বিদুৎ খাতে সরকারের অব্যাবস্থাপনা, দুর্নীতির প্রতিবাদ ও সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্প বাতিলের দাবিতে ১২ ফেব্রুয়ারি বিকেলে চাষাঢ়া শাহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা। শনিবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে উলে¬খ করছি যে, দেশ-বিদেশের সব তথ্য, গবেষণা ও প্রবল জনমতের বিপক্ষে গিয়ে সরকার এখনো সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্প নিয়ে অগ্রসর হচ্ছে। গ্যাস সম্পদ অনুসন্ধানে জাতীয় সক্ষমতার পথে নানা বাধা সৃষ্টি করে সরকার ব্যয়বহুল এলএনজি আমদানী ও এলপিজির ওপর নির্ভরতা সৃষ্টি করেছে। সরকার আজকে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ খাতের অগ্রগতি না ঘটিয়ে ব্যয়বহুল বেসরকারি খাতকে উৎসাহিত করছে। জাতীয় কমিটিসহ বিশেষজ্ঞরা এ বিষয়ে যে সব প্রশ্ন তুলেছেন, তার কোনো যুক্তিসংগত গ্রহণযোগ্য উত্তর না দিয়ে সরকার বিশাল ঋণ ও মহাবিপদের ঝুঁকি থাকা সত্ত্বেও রূপপুর পারমানবিক প্রকল্প নিয়েও অগ্রসর হচ্ছে। অপর দিকে সরকার দায়মুক্তির আইন দিয়ে এসব প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম আড়াল করার পথ গ্রহণ করেছে। এবং তা করতে গিয়ে সব প্রকল্পই আজকে দুর্নীতির এক-একটি প্রতীকে পরিণত হয়েছে।
বিশেষজ্ঞ এবং জাতীয় কমিটি কম ব্যয়ে পরিবেশসম্মতভাবে বিদ্যুৎ সংকট সমাধানের যে বিকল্প প্রস্তাবনা হাজির করেছে তাতে সরকারের কোনও আগ্রহ নেই। নিজস্ব লোকদের আর্থিক সুবিধা নিশ্চিৎ রাখার জন্যই সরকার এ সব করছে বলে আমরা মনে করছি। এ পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার বিকেলে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদমিনারে এক প্রতিবাদ সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। ####