রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকের উপর হামলা চালিয়েছে এক কাউন্সিলর প্রার্থীর কর্মী সমর্থকরা। পরে হামলাকারীরা সে সমর্থকের নির্বাচনী কাজে ব্যবহৃত অটোরিক্সা আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার গভীর রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মোকারম হোসেন জানান, তিনি কেরাবো এলাকার লোকমান মিয়ার ছেলে। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য কাঞ্চন পৌরসভার ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচন তার আত্মীয় মোঃ আসাদুজ্জামান মোল্লা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। এ কারনে তিনিসহ তার পরিবারের লোকজন আসাদুজ্জামানের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনা চালাচ্ছেন। পাশাপাশি নির্বাচনী কাজে তার নিজস্ব একটি অটোরিক্সাও ব্যবহার করছেন। এতে প্রতিপক্ষের কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম তার উপর ক্ষিপ্ত হয়। সে ও তার কর্মী সমর্থকরা বারবার মোকারম হোসেনকে নির্বাচনী কাজকর্ম থেকে সরে যাবার জন্য হুমকি দিচ্ছিলো। এতে কর্নপাত না করায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে আশরাফুলের সমর্থক বিপ্লবের নেতৃত্বে স্থানীয় হিমেল, এনামুল, নাঈমসহ আরো ১০/১২জন মোকারমকে এলোপাথারী পিটিয়ে গুরুতর জখম করে। এমনকি নির্বাচনী প্রচারনা থেকে সরে না দাড়ালে আরো বড় ধরনের ক্ষতি সাধনের হুমকি দিয়ে চলে যায়। এদিকে তারাই শনিবার রাত ২ টার দিকে নির্বাচনী কাজে ব্যবহৃত অটোরিক্সাটি আগুনে পুড়িয়ে দিয়েছে বলে জানান মোকারম ।
এ ব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, মোকারম একজন মাদকাসক্ত। তার সাথে আমার কর্মীদের সামান্য তর্কাতর্কি হয়েছে মাত্র। এর বেশী আর কিছু নয়। তার অটোরিক্সা চার্জ দিতে গিয়ে সর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
এব্যাপারে ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সেলিম মিয়া বলেন, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মোকারম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত পূর্বক আইনী পদক্ষেপ গ্রহন করবে। ##