রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সমাবেশ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলাসহ ২১ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করতে যাচ্ছে দলটি। শনিবার দুপুর ২টায় এ সমাবেশ শুরু হবে। ইতিমধ্যে সমাবেশ সফল করতে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। পার্টির শীর্ষ নেতারা এতে বক্তৃতা করবেন। সমাবেশকে সামনে রেখে পার্টির ঢাকা মহানগরীসহ সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় চলছে লিফলেট বিতরণ, পথসভা, প্রচার মিছিল। এর অংশ হিসেবে সোমবার ঢাকায় উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুরসহ আরও কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক কিশোর রায়ের নেতৃত্বে এসব পথসভা অনুষ্ঠিত হয়। পার্টির নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন।