নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আড়াইহাজার পৌরসভা সাধারন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী শ্রী উদয়ন চন্দ্র বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচন কমিশন কর্তৃক তফসিল অনুযায়ী আড়াইহাজার ও গোপালদী পৌরসভার সাধারন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ৩ জুলাই মঙ্গলবার পর্যন্ত। এ দিন আড়াইহাজার পৌরসভায় ৭জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
আড়াইহাজার পৌরসভার সাধারন নির্বাচনের রিটানিং অফিসার ফয়সাল কাদের জানান, ৪নং ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে শ্রী উদয়ন চন্দ্র বিশ্বাস,মোঃ মনির হোসেন,মোঃ নুরুল হক সিকদার, মোঃ মনির হোসেন ও আবুল হোসেন এ ৫জন মনোনয়নপত্র জমাদেন। বাছাইয়ে তাদের সকলের মনোনয়নপত্রই বৈধ বলে রিটানিং অফিসার ঘোষণা করেন। ৩ জুলাই মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ প্রার্থীর মধ্যে ৪জন কাউন্সিলর প্রার্থী মোঃ মনির হোসেন,মোঃ নুরুল হক সিকদার, মোঃ মনির হোসেন ও আবুল হোসেন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এতে করে এ ৪নং ওয়ার্ডে সাধারন কাউন্সিলর প্রার্থী শ্রী উদয়ন চন্দ্র বিশ্বাস একমাত্র প্রার্থী হিসেবে রয়ে যান। রিটানিং কর্মকর্তা জানান,এ ৪ নং ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে আর নির্বাচনের প্রয়োজন নেই। এখানে শ্রী উদয়ন চন্দ্র বিশ্বাস একক প্রার্থী হওয়ায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
উল্লেখ্য আগামী ২৫ জুলাই বুধবার আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে।#