হারাধন চন্দ্র দে, আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজার ও গোপালদী পৌরসভা সাধারন নির্বাচনে সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী সহ ১১জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
নির্বাচন কমিশন কর্তৃক তফসিল অনুযায়ী আড়াইহাজার ও গোপালদী পৌরসভার সাধারন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ৩ জুলাই মঙ্গলবার পর্যন্ত। এ দিন বিকাল ৫টা পর্যন্ত এ দুই পৌরসভার নির্বাচনের দায়িত্বরত রিটানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ১১জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যার করে নেন। তবে দুটি পৌরসভায় কোন মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যার করেননি। তাদের মধ্যে আড়াইহাজার পৌরসভায় ৭জন ও গোপালদী পৌরসভায় ৪জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার বিকালে আড়াইহাজার পৌরসভার সাধারন নির্বাচনের রিটানিং অফিসার ফয়সাল কাদের কাউন্সিলর পদে মনোনয়ন পত্র প্রত্যারকারীদের নাম ঘোষণা করেন।
আড়াইহাজার পৌরসভার ৩নং সাধারন ওয়ার্ড হতে মোঃ মোজাম্মেল হক, ৪নং সাধারন ওয়ার্ড হতে পাঁচজন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৪জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যার করে নেন। তাদের মধ্যে মোঃ মনির হোসেন, মোঃ নুরুল হক সিকদার,মোঃ মনির হোসেন ও আবুল হোসেন মনোনয়ন পত্র প্রত্যার করেন। এ ওয়ার্ডে বর্তমানে একজন কাউন্সিলর প্রার্থী শ্রী উদয়ন চন্দ্র বিশ্বাস একমাত্র কাউন্সিলর প্রার্থী থাকায় সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ৬নং সাধারন ওয়ার্ড হতে মোঃ নবী হোসেন প্রার্থীতা প্রত্যার করে নেন। ৯নং সাধারন ওয়ার্ড হতে মোঃ নুরুল ইসলাম প্রার্থীতা প্রত্যার করেন।
অপরদিকে গোপালদী পৌরসভার সাধারন নির্বাচনের রিটানিং অফিসার সফিকুর রহমান কাউন্সিলর পদে মনোনয়ন পত্র প্রত্যারকারীদের নাম ঘোষণা করেন।
গোপালদী পৌরসভায় সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফরিদা তার প্রার্থীতা প্রত্যার করে নেন। ৩নং সাধারন ওয়ার্ড হতে রিপন ভুইয়া,৪নং সাধারন ওয়ার্ড হতে স্বপন কুমার সাহা ও ৫নং ওয়ার্ড হতে মাসুম ভুইয়া তাদের মনোনয়নপত্র প্রত্যার করেছেন।
এ ছাড়া বাছাইয়ে বাতিল হওয়া সংরক্ষিত ৩নং ওয়ার্ডের আকলিমা ও সাধারন ১ নং ওয়ার্ডের মোঃ আক্তার হোসেন ,২নং ওয়ার্ডের মোঃ রাজু আহমেদ বাছেদ ও ৬নং ওয়ার্ডের রহমত উল্লাহর মনোনয়নপত্র বালিত হলে তাদের মধ্যে আপিল করার পর আকলিমা, মোঃ আক্তার হোসেন ও মোঃ রাজু আহমেদ বাছেদ এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়।
আড়াইহাজার পৌরসভায় মেয়র পদে ২জন,সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন,সাধারন কাউন্সিলর পদে ৩৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেল। অপর দিকে গোপালদী পৌরসভায় মেয়র পদে ২জন,সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন,সাধারন কাউন্সিলর পদে ৩৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
উল্লেখ্য এ দুই পৌরসভার নির্বাচনের বৈধ প্রার্থীদের মধ্যে ৪ জুলাই বুধবার প্রতীক বরাদ্ধ দেওয়া হবে এবং আগামী ২৫ জুলাই বুধবার এ দুই পৌরসভায় সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে।#