নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম : ভাষা সৈনিক শিল্প মু¯াÍফা মনোয়ার বলেছেন,নারায়নগঞ্জের ভাষা সংগ্রাম তৎকালীন সময়ে পুর্ব বঙ্গের ভাষা সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে। তিনি বলেন বাংলা ভাষা সম্পুর্ন একটি বৈজ্ঞানিক ভাষা। বাংলা ভাষার যে ব্যাপ্তি রয়েছে সেটা অসাধারন। অনেকে বলে ভাষার জন্য আন্দোলন করতে হবে। আন্দোলন করলেই বাংলা ভাষার জন্য দরদ জন্মাবে। মায়ের ভাষার প্রতি দরদ ছিলো বলেই ১৯৫২ সালে আন্দোলন হয়েছিলো। সাংস্কুতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি লেখা ”নারায়ণগঞ্জের ভাষা আন্দোলন” বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুস্তাফা মনোয়ার বলেন, চিৎকার বা গনজমাতের কারনে এই আন্দোলন হয় নাই। এই আন্দোলন লালন ফকির, নজরুল, রবিন্দ্রনাথ এসে এমন সুন্দর দিক দেখিয়ে গেছেন যে বাংলাভাষা মানুষের হৃদয়ে ধারন করে নিয়েছিলাম। এই যে মনোভব গঠন হয়েছিলো সেটা এখন অনেকাংশেই নেই।
তিনি বলেন,রবিন্দ্রনাথ বলেছিলেন আমাদের শিক্ষা ব্যবস্থা অভাবে অনুচর। তিনি বলেন, পুর্ব পাকিস্থানে টেলিভিশনে যখন প্রথম শব্দ প্রচার হয়েছিলো তখন অনুপ্রেরনা দেয় এমন শব্দ দিয়ে শুরু করেছিলাম। যেমর ধন ধান্যে পুস্পে ভরা আমাদের বসুন্দরা । বাংলার মাটি থেকে অনুপ্রেরনা পেয়েছিলাম । কিন্তু এই অনুপ্রেরনা হারিয়ে যাচ্ছে। শুক্রবার বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস শিক্ষা বিভাগের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি মফিদুল হক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগের অধ্যাপক শওকত আরা হোসেন, কবি ও সাংবাদিক হালিম আজাদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল। ###