বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যদের জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় সাজা প্রদানের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশ হানা দিয়ে ৪জনকে আটক করেছে। পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টায় শহরের জল্লারপাড়া এলাকায় মহানগর যুবদলের আহবায়ক ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে বের হওয়া যুবদলের মিছিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন খোকন শাহ, নূরুল হক চৌধুরী দিপু, আলামিন, জুলহাস, এম আর রাসেল প্রমুখ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তখন ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন চারজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, জননিরাপত্তা বিঘিœত করে মিছিল করার সময় চারজনকে আটক করা হয়। তাদের নাম পরিচয় যাচাই বাছাই চলছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক ও সিটি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা শান্তিপূর্ণ মিছিল করার সময়ে পুলিশ এসে অহেতুক বিনা উস্কানিতে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে মহানগর বিএনপি নেতা নুরুল হক চৌধুরী দিপু, যুবদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন খোকন শাহ, মহানগর যুবদল নেতা ইউনুস খান বিপ্লব, আল-আমিন খান,জুলহাস ও রাসেল মনির আহত হয়।
প্রতিবাদ মিছিল শুরুর পূর্বে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথ সভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আইন ও আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে বলতে চাই আইন সবার জন্য সমান হবে সংবিধানে এমন নিশ্চয়তা দেয়ার পরেও দেখা যায় আইন সবার জন্য এক নয়। খালেদা জিয়ার রায়ই তার জলন্ত প্রমান। ফকরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের সময় বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে দুদক সম পরিমান মামলা দায়ের করেছিলো। আওয়ামী লীগ সরকার গঠনের পরে শেখ হাসিনা ও তার দলীয় নেতাকর্মীদের মামলাগুলো কর্পূরের মত উড়ে গেলেও বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা চক্রবৃদ্ধি হারে বেড়েছে। তারই ধারাবাহিকতায়ই ৮ ফ্রেরুয়ারীর রায় ঘোষিত হয়েছে।তিনি বলেন খালেদা জিয়ার জেল বাংলাদেশের ইতিহাসে এক কলংকের তিলক। ###