নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: পহেলা বৈশাখে প্রকাশিত হয়েছে আহমেদ বাবলুর ছড়াগ্রন্থ “ছন্দ ছড়ায় বিশ্বভ্রমণ”। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৈশাখ উৎসবে সাতদিন আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে “গ্রন্থমেলায় বাইটি পাওয়া যাবে।
আহমেদ বাবুল প্রকাশিত নতুন বইটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বছর দুয়েক ধরেই ইচ্ছে ছিলো ফেব্রুয়ারি নয় বৈশাখে বই বের করার। এই বৈশাখে সে ইচ্ছে পূরন হলো। “উড়ালপাখি” প্রকাশন থেকে আমার এ নতুন বইটি বের হলো ছড়ার বই “ছন্দ ছড়ায় বিশ্বভ্রমণ”। শিল্পী স্বপন চারুশির চমৎকার প্রচ্ছদ ও অলংকরণে সাতটি মহাদেশ নিয়ে এখানে রয়েছে সাতটি ছড়া। উল্লেখ হয়েছে ২০৬টি দেশের নাম। সাধারণ সাইজের চেয়ে বেশ বড় সাইজের বই এটি। তিন ফর্মার ২৪ পৃষ্ঠার বই। ১৫০ ম্যাট পেপারে চার রঙা অলংকরণ। দাম ১৬০ টাকা। যা ২০ পার্সেন্ট কমিশনে কিনতে পারেন ১২৫ টাকায়। ####