নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নাক্সবান্দ তরিকার অন্যতম খলিফা, বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামায়াতের অন্যতম স্থপতি, পৌর পিতা আলী আহাম্মদ চুনকা চিশ্তি (রহঃ) এর ৩৫ তম বার্ষিক ওরশ মোবারকের প্রথম দিন নানা কর্মসূচীর মধ্যে পালিত হয়েছে। গতকাল শুক্রবার ২২শে জামাদিউল আউয়াল, ৯ ফেব্রুয়ারী, বাদ ফজর কোরআন খানী, বেলা ৪টায় ফুল,তোরা, মালা, চাদর, নিয়ে পশ্চিম দেওভোগ চুনকা কুটিরর খানকায়ে দারুল ইস্ক থেকে পদযাত্রা করে মাসদাইর কবরস্থানে আলী আহাম্মদ চুনকার মাজারের উদ্দেশ্যে রওনা করে মাজার শরীফে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। পরে রাত ৯টায় পশ্চিম দেওভোগ আলী আহাম্মদ চুনকা (রাঃ) খানকায়ে দারুল ইস্ক এ কুল ফাতেহা অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ৯টায় বাংলাদেশের প্রখ্যাত কাওয়াল এহেতেশাম নাদিম কাওয়ালের কণ্ঠে মজলিশে সামা অনুষ্ঠিত হয়। এবং রাত ১১টায় বাংলাদেশের প্রখ্যাত কাওয়াল নূরে আলম কাওয়ালের কন্ঠে কাওয়ালী অনুষ্ঠিত হয়।
ওরশ মোবারকের দ্বিতীয় দিন আজ ২৩শে জামাদিউল আউয়াল, ১০ শে ফেব্রুয়ারী শনিবার বাদ যোহর নেওয়াজ বিতরন এবং বাদ আসর মজলিশে সামা ও আখেরী কুল অনুষ্ঠিত হবে।
১৩৯২ হিজরী সনের ১৭ রবিউল আউয়াল হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নাক্সবান্দ আবুল ওলাই (রহঃ) সমস্ত আশেকান ও মুরীদদের উপস্থিতিতে আলী আহাম্মদ চুনকাকে আনুষ্ঠানিক ভাবে ত্বরিক্বতের খেলাফত পাগড়ী পাট্টা পড়িয়ে দেন। ১৪০৩,হিজরী ২২শে জামাদিউল আউয়াল আলী আহাম্মদ চুনকা পর্দা করেন। ঢাকা নবাব বাড়ি খানকায়ে দারুল ইস্ক, তরিকত্বের বর্তমান গদ্দিনশীন হযরত শাহ্ সৈয়দ খাজা আবুজার হাসান নাক্সবান্দ আবুল ওলাই, হযরত শাহ্ সৈয়দ খাজা ওয়াজির হাসান নাক্সবান্দ আবুল ওলাই, হযরত শাহ্ সৈয়দ খাজা দায়েম মোহাম্মদ ওয়াদ হাসান নাক্সবান্দ আবুল ওলাই, হযরত শাহ্ সৈয়দ খাজা তাজাওয়ার হাসান নাক্সবান্দ আবুল ওলাই এর আদেশক্রমে প্রতি বছর এই দিনে তার ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। আগামী ২২শে জামাদিউল আউয়াল ২০শে ফেব্রুয়ারী সোমবার ও ২৩শে জামাদিউল আউয়াল, ২১শে ফেব্রুয়ারী মঙ্গলবার আলী আহাম্মদ চুনকা চিশ্তি (রহঃ) এর ৩৩তম বার্ষিক ওরশ মোবারক এ তরিকত্বেও পীর ভাই বোন, আশেকান, ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। ####