নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: প্রয়াত জননেতা পৌরপিতা আলী আহাম্মদ চুনকা ছিল গরীব দুখিঃ মানুষের নেতা। তিনি সাধারন মানুষের মত জীবন যাপন করেছে। মানুষের কল্যানে সবসময় কাজ করে গেছে। আলী আহাম্মদ চুনকা সাধারন মানুষকে ভালবাসতেন, কোমল মতি শিশুদের পছন্দ করতেন। প্রয়াত জননেতার ৩৫তম মৃত্যু বার্ষিক উপলক্ষে প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল এ কথা বলেছেন। আজ সোমবার সকালে পশ্চিম দেওভোগ এলাকায় অবস্থিত প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় আরো উপস্থিথ ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সোফিয়ান, দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক জাফর আহম্মেদ, প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষিকা কামরুন্নহার বিথি। এসময় স্কুলের শিক্ষক, ছাত্রী ছাত্রী ও তাদেও অভিভাবকরা উপস্থিথ ছিলেন। প্রথমে আলী আহাম্মদ চুনকা’র রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া কামনা করা হয়। পরে স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল আলী আহাম্মদ চুনকাকে স্মরন করে সংক্ষিপ্ত আলোচনা করেন। ####