নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো এই শ্লোগান নিয়ে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৈশাখ উৎসব ও সংস্কৃতি সপ্তাহের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে গ্রন্থ মেলা, চিত্রকলা, আলোকচিত্র প্রদর্শনীসহ পহেলা বৈশাখ থেকে সাত দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, আব্দুর রহমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সভাপতি হালিম আজাদ, বৈশাখ উৎসব ও সংস্কৃতি সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক জাহিদুল হক দীপু, সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাবেক সাধারণ সম্পাদক মনি সুপান্থ প্রমুখ।
লিখিত বক্তব্যে ধামীন সাহা জুয়েল বলেন, ১৩৮৮ সালের পহেলা বৈশাখ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের জন্ম। শাপলা, পলাশ, ড্যাফোডিল ও একতা খেলাঘর এই কয়েকটি সংগঠনের যৌথ আয়োজনে ৩৭ বছর আগে বাংলা নববর্ষের আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু। পরে এ যৌথ আয়োজনের সংগঠন সমূহই সাংস্কৃতিক জোটে রূপান্তরিত হয়। ১৯৮১ সালে যখন সাংস্কৃতিক জোট যাত্রা শুরু করে সে সময় থেকে অর্থনীতি ও সংস্কৃতিতে কিছু পরিবর্তন হলেও রাজনীতিতে এখনও গুণগত তেমন কোনও পরিবর্তন ঘটেনি। কিন্তু আমরা জানি পরিবর্তনের নিয়মে সব কিছুর পরিবর্তন অনিবার্য এবং তা আজ হোক বা কাল হোক। মানুষই এ পরিবর্তনের নির্ণায়ক। সাংস্কৃতি জোটের ৩৭ বছরের প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন বছরের শুভ সুচনারা আমরা প্রত্যয়ে আরো সংঘবদ্ধ হই। সে লক্ষ্যে গ্রন্থমেলা, চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনীসহ সাত দিনব্যাপী বৈশাখ উৎসব ও সংস্কৃতি সপ্তাহ।
কর্মসূচীগুলো হলো- পহেল বৈশাখ শনিবার থেকে সাতদিন আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে “গ্রন্থমেলা, চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনী”, নারায়ণগঞ্জ চারুকলা মাঠে “বৈশাখ মেলা”।
পহেলা বৈশাখ শনিবার ভোরে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতী অনুষ্ঠান ও সকাল ৯টায় মঙ্গলশোভাযাত্রা। বিকেল তিনটায় নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট সংলগ্ন মুক্তমঞ্চ এবং চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, ২রা বৈশাখ রোববার নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট সংলগ্ন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, ৩ রা বৈশাখ সোমবার আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রাচ্যনাট পরিবেশনায় নাটকÑকিনু কাহারের থেটার, ৪ঠা বৈশাখ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে আরন্যক নাট্যদল পরিবেশনায় দি জুবলী হোটেল, ৫ই বৈশাখ বুধবার আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন মণিপুরী থিয়েটার পরিবেশনায় নাটক- কহে বীরাঙ্গনা, ৬ই বৈশাখ বৃহস্পতিবার বিকেল ৫টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়ত জোটভুক্ত সংগঠন সমুহের সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭ই বৈশাখ শুক্রবার আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন ও মিলনায়তন প্রাঙ্গনে সন্ধ্যা সাড়ে ৬টায় বাউল গান।
রফিউর রাব্বি বলেন, সাংস্কৃতিক জোটের সাতদিনব্যাপী এই আয়োজনে সকলকে অংশ নেয়ার আহবান জানান। নারায়ণগঞ্জের শিল্পীদের নিয়ে চিত্র প্রদর্শনী ও আলোকচিত্র আয়োজন করা হয়েছে। গ্রন্থ মেলা থেকে পাঠকরা বই সংগ্রহ করতে পারবেন। নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তা নিয়ে আমরা শংকিত নই। প্রশাসনের সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।#