নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়নগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন হায়দার বলেছেন , সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা। সাংবাদিকপেশায় যারা জড়িত আছেন তারা নিজ দায়িত্বের প্রতি যদি সচেতন থাকেন তাহলে আমাদের সমাজ এগিয়ে যাবে। তিনি বলেন আামাদের মধ্যে যারা অসহায় মানুষ তাদের শেষ আশ্রয় হচ্ছে সাংবাদিক সমাজ। একমাত্র সাংবাদিকরাই পারেন তাদের সমস্যার কথা তুলে ধরতে।আমাদের সমাজে নারী ও শিশুরা এখনো অনেক অসহায়। তাদের নিরাপত্তার অভাবের কারনেই নারী ও শিশু নির্যাতন বেড়ে গেছে। তিনি বলেন আমরা যে পেশায় থাকিনা কেনো তাদের সততা এবং নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে হবে। একা কারো পক্ষে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন,ভালো সাংবাদিক হতে হলে জানতে হবে। পড়াশুনা করতে হবে। শিক্ষার কোন বিকল্প নেই। তাই নারায়নগঞ্জের সাংবাদিকদের জন্য পিআইবি যে প্রশিক্ষনের আযোজন করেছে তার ফলে এখানকার সাংবাদিকরা মেধায় এগিয়ে যাবে।আমরা মনে করি তাতে সৎ ও মেধা সম্পন্ন সাংবাদিক তৈরী হবে। তিনি বুধবার সকালে নারায়নগঞ্জ প্রেস ক্লাবে পিআইবি’র আয়োজনে নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় নারী ও শিশু উন্নয়নে সাংবাদিকদেও দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মসুচিতে একথা বলেন। জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপত্বি অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়নগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাছুম, সাধারন সম্পাদক শরীফউদ্দিন সবুজ, সাবেক সভাপতি রুমন রেজা, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি।
দুইদিন ব্যাপী এ প্রশিক্ষনে জেলার ৩১জন সাংবাদিক প্রশিক্ষন গ্রহন করছেন। কর্মশালায় সাংবাদিকদের প্রশিক্ষক হয়ে অংশ নেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রাহমান। আজ বৃহস্পতিবার সমাপনি দিনে প্রথম পর্বে প্রশিক্ষক হিসেবে অংশ নিবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও দ্বিতীয় পর্বে বক্তব্য প্রধান করবেন পিআইবি’র মহাপরিচালক মো: শাহ আলমগীর ###