নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, একটি শহর যেমন সব সময় শান্ত থাকতে পারে না। আবার সবসময় অশান্ত থাকতে পারে না। তাই শান্তির বার্তা নিয়ে এই অপশক্তিকে রোধ করতে হবে। ইস্কন সেই কাজটিই করে যাচ্ছে। সারা বিশ্বে খুব দ্রুত ইস্কনের সুনাম ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, যারা ধর্ম ও স্রষ্টার প্রতি বিশ্বাসী এবং ভক্ত হয় তারা কখনো অন্যের ক্ষতি করতে পারে না। সমাজের ক্ষতি করতে পারে না। তাই আমাদের সবাইকে নিজ নিজ ধর্মের আদর্শে আদর্শবান হতে হবে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জে বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বাংলাদেশ ইস্কন আয়োজিত গৌরমন্ডল পরিক্রমা বাংলাদেশ সাফারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। বৃহস্পতিবার নগরীর নিতাইগঞ্জ এলাকায় আলাউদ্দিন খাঁন স্টেডিয়ামে বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানিসহ বিশ্বের ৭৮টি দেশের ভক্তরা ছাড়াও প্রায় পাঁচ হাজার ভক্ত এই সাফারি অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
এ উপলক্ষে দুপুরে নগরীর রামকৃষ্ণ মিশন থেকে ইসকন ভক্তদের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় আলাউদ্দিন খাঁন স্টেডিয়ামে আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইস্কন এর সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রক্ষচারী।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সোনালী সেন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি পরিতোষ কান্তি সাহা, একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, আবদুল করিম বাবু, অসিত বরণ বিশ্বাসসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও মন্দিরের নেতারা। ##