৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার | সন্ধ্যা ৭:০৩ মিনিট | ঋতু : হেমন্তকাল | ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রূপগঞ্জে আলোচনাসভা ও মিলাদ মাহফিল সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন মাতৃভাষা রক্ষায় বঙ্গবন্ধু ছিলেন বিরাট কন্ঠস্বর: প্রধান তথ্য কমিশনার মোহম্মদ জমির নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত সোনারগাঁওয়ে ডাঃ বিরু’র উদ্যোগে  শোক দিবস পালন স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের প্রত্যয় খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ রূপগঞ্জের আওয়ামীলীগের আলোচনাসভা ও মিলাদ মাহফিল
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে : ওবায়দুল কাদের

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে : ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সমাস্যা নিয়ে বিএনপি নেতারা সর্বোচ্চ নোংরা রাজনীতি করছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, যতটা বেগম জিয়ার শাররিক অবস্থা নিয়ে ইসু সৃষ্টির খুজে বের করা  গুরুত্ব পেয়েছে ।

মঙ্গলবার বেলা ১১ টায়  মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় মেঘনা সেতুর নির্মানাধীন অফিসে ঈদের আগে ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের যানজট নিরসনকল্পে করনীয় মতবিনিমিয় সভায়  মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার শাররিক অবস্থা নিয়ে বিএনপি যে কতো নোংরা রাজনীতি করে তা স্পষ্ট হয়ে গেছে। বিএনপির নেতাদের আন্দোলনের  স্বপ্নের আরেকটি ঈদও ভেস্তে গেলেও। রমজানের ঈদের পর সবাত্রক আন্দেলন , সেই আন্দোলন অবশেষে কোটা সংস্কার আন্দোলনের কাধেঁ সয়োর হয়েছে।

জামায়াতের নিবন্ধন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জামায়াতের নিবন্ধের বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আমারা তো এর কোন সমাধান করতে পারবোনা। আগামী নির্বাচন নিয়ে সরকারের ভুমিকা কি এ প্রশ্নে জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনে যেসব দলের রেজিস্ট্রেশন থাকবে তারা নির্বাচনে  অংশ নিবে। যারা অন্যভাবে করবে সেটাও নির্বাচন কমিশন দেখবে। নির্বাচনের সিডিউল ঘোষনার সঙ্গে সঙ্গে গোটা নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশনের অধিনে চলে যাবে। সরকারের  এ ব্যাপারে কোন করনীয় থাকবেনা বলে মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, কোরবানীর ঈদকে কেন্দ্র করে যত্রতত্র পশুর হাট বসতে পারবেনা, মহাসড়কের পাশে কোন ভাবেই পশুর হাট বসতে দেয়া হবেনা। এজন্য জেলা  প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেন। একই সাথে আগামী মাসের ১০ অক্টোবরের মধ্য সড়ক ও মহাসড়কের ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত করে যানচলালের উপযোগি করে তোলার জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেন তিনি।

মন্ত্রী জানান, এবারের ঈদে যানজট নিরসনের পাশাপাশি, এবার সড়ক দুর্ঘটনা রোধে প্রধান টার্গেট নিয়ে কাজ করা হবে। এজন্য জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে একটি টিম ওয়ার্কহয়ে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, মহাসড়কে ইজিবাইক চলাচল কমেছে। কিন্তু ব্যটারী চালিত রিক্সা চলাচল বেড়ে গেছে। এসব ব্যাটারী চালিত রিক্সা হাইওয়েতে চলাচল বন্ধ করতে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, সম্প্রতি নতুন উপদ্রব হয়ে দাড়িয়েছে মোটর সাইকেল। মোটর সাইকেলে হেলমেট ছাড়া ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে তিন থেকে  চারজন  নিয়ে ঝুকিপূর্ণ ভাবে চলাচল করছে। তিনি পুলিশকে এসম মোটর সাইকেল আটকিয়ে জরিমানা করা নির্দেশ দিয়ে বলেন, এখানে কোন সহানুভুতি দেখানো যাবেনা।  জরিমানা চালু করা হলে মোটর সাইকেলে তিন চারজন নিয়ে ঝুকির্পূণ চলাচল কমে আসবে।

তিনি বলেন, গত ঈদে মন্ত্রনালয়ের মনিটরিং ব্যবস্থা দুর্বল ছিল। এবার মনিটরিং ব্যাবস্থা জোরদার করার তাগিদ দেন মন্ত্রী। ফিটনেসবিহীন যানবাহন চলাচলে নিষিদ্ধ করার নির্দেশ দেন মন্ত্রী। ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে পচনশীল দ্রব্য, ওষুধ ও রফতানিমুখী পোষাকবহনকারী ছাড়া ভারি পরিবহন চলাচল বন্ধ থাকবে।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন  বিভাগের সচিব  নজরুল  ইসলাম,  সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ,  বিআরটিএ’র চেয়ারম্যান মশিউর রহমান, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলম, নারায়ণগঞ্জে জেলা প্রশাসক রাব্বি মিয়া, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগের অতিরিক্ত প্রকৌশলী  আব্দুনস সুবুর, শ্রমিক নেতা তাজুল ইসলাম, পরিবহন মালিক  সমিতির নেতা সোহেল মাহমুদ সহ কুমিল্ল, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা।#

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution