ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। গতকাল মুম্বাইয়ের আওরাঙ্গাবাদ শহরে মাওলানা সাদ কান্ধলভীর উপস্থিতিতে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে।
মুম্বাইয়ের আওরাঙ্গাবাদ এলাকায় ৫৯৮ একর জমি বিশাল এক মাঠে গতকাল শুক্রবার বাদ জুমা আম বয়ানের মাধ্যমে শুরু হয় এ ইজতেমা।
আওরাঙ্গাবাদের এ ইজতেমায় মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধার্থে ২৬৫০টি বিশেষ বাস এবং ৩৫টি বিশেষ ট্রেন সুবিধা দেয়া হয়েছে। ইজতেমার নিরাপত্তায় রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাবলিগ জামাতের মুম্বাই মরকাজের তথ্য মতে পুরো হিন্দুস্থানের সব রাজ্য থেকেই মুসল্লিরা এ ইজতেমায় অংশ গ্রহণ করবে।
বিশেষ করে ‘মুম্বাই, ভূপাল, নান্দাইর, পৌন, আহমাদাবাদ, সৌরত, কর্ণোল, হায়দারাবাদ, কোলার ইত্যাদি শহর থেকে আসবে মুসল্লিগণ। ইতিমেধ্য প্রায় ৩ লক্ষাধিক মুসল্লি আওরাঙ্গাবাদ ময়দানে উপস্থিত হয়েছে বলে ধারণা করা হয়। মুম্বাই মরকাজের মুরব্বীরা আশা প্রকাশ করেন আওরাঙ্গাবাদ ময়দানে ৮০ লক্ষাধিক মুসল্লি অংশ গ্রহণ করবে। আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে মুম্বাই ইজতেমা সম্পন্ন হবে।