কর্মীদের বৈদেশিক লেনদেনের কৌশল ও নীতিমালার বিষয়ে পর্যাপ্ত জ্ঞান প্রদানে কর্মশালা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। সম্প্রতি ব্যাংকের লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারে ফরেন ট্রেড ও ফরেন এক্সচেঞ্জ অ্যাডভান্স লেভেল বিষয়ক পাঁচ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মানবসম্পদ বিভাগের প্রধান আরিফ কাদরি এবং লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান আবুল আলি আহাদ কর্মশালার সমাপনী দিনে উপস্থিত ছিলেন। এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের ফরেন ট্রেড অপারেশন প্রক্রিয়া/নীতিমালার বিষয়ে পর্যাপ্ত জ্ঞান প্রদান এবং ফরেন ট্রেড ব্যবস্থাপনা কৌশলের সঙ্গে পরিচয় করানো।