নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: প্রখ্যাত কবি ও নাট্যকার সৈয়দ রেজাউর রহমান বলেছেন, সৃষ্টিশীলদের কখনই মৃত্যু হয়না, তারা বেঁচে থাকেন অনন্ত কাল। লেখালেখির মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে তোতা যেভাবে কাজ করে যাচ্ছে ওর কর্ম ও সৃষ্টিই ওকে বাঁচিয়ে রাখবে। অমর একুশে গ্রন্থমেলায় তরুন উপন্যাসিক মোখলেসুর রহমান তোতার প্রথম উপন্যাস “যে গল্পের শেষ নেই” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্রন্থটির লেখক মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়ের জনপ্রিয় নাট্যকার ও পরিচালক জাকির হোসেন উজ্জল, বাংলা একাডেমির জীবন সদস্য ও কথা সাহিত্যিক আলমগীর হোসেন খাঁন, শিশুতোষ ও চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহম্মেদ সেন্টু, প্রকাশক মোঃ মামুন হোসাইন প্রমুখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বই ও লেখকের সাফল্য কামনা করতে গিয়ে নাট্যকার ও পরিচালক জাকির হোসেন উজ্জল বলেন, তোতাকে ভাল অভিনেতা হিসেবেই জানতাম, ও যে ভাল লেখক সেটা জেনে খুব ভাল লাগছে। বাংলা একাডেমির জীবন সদস্য ও কথা সাহিত্যিক আলমগীর হোসেন খান বলেন, বাংলা উপন্যাসে নতুন ধারা সৃষ্টি করবে মোখলেসুর রহমান তোতা। নিজের লেখায় যেমনি ভাবে স্বতন্ত্র সুর তৈরি করেছে তেমনি তার সাহিত্য কর্ম শিল্পগুন সমৃদ্ধ হয়ে উঠেছে। শিশুতোষ চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহম্মেদ সেন্টু বলেন যে দিকে তাকাই সেদিকেই তোতার পদচারনা লক্ষ্য করি। আমার কাছে তোতাকে ম্যাজিকম্যান মনে হয়। আমি ওর সর্বক্ষেত্রে সফলতা কামনা করছি। ###