রাজধানীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ইন্টারন্যাশনাল নলেজ গ্লোবালাইজেশন কনফারেন্স-২০১৮। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আই্ইউবিএটি) এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় এই কনফারেন্সের আয়োজন করেছে। এ আয়োজনের মিডিয়া পার্টনার দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। শুক্রবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই কনফারেন্সের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। ১৩তম এই সম্মেলনে সহযোগিতা করছে ইউএসএ’র নলেজ গ্লোবালাইজেশন ইনস্টিটিউট এবং সাফোক ইউনির্ভাসিটি। সম্মেলনের বাকি দুদিনের আয়োজন অনুষ্ঠিত হবে রাজধানীর উত্তরায় আইইউবিএটি ক্যাম্পাসে। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশ নির্দিষ্ট সময়ের আগেই এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য) অর্জন করেছে। আমাদের এখন শতভাগ শিশু স্কুলে ভর্তি হয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জেন্ডার সমতা নিশ্চিত হয়েছে। এখন এসডিজির (টেকসই উন্নয়ন লক্ষ্য) লক্ষ্যমাত্রা অর্জনে কাজ চলছে। তবে এখানে আমাদের প্রধান চ্যালেঞ্জ শিক্ষার মান নিশ্চিত করা। কনফারেন্সের প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই উন্নয়নের জন্য যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার কতটুকু অর্জন সম্ভব হয়েছে এবং কীভাবে অভীষ্ট লক্ষ্যে পৌঁছা যায় তা আলোচনা করা।’