রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী চারুকলা প্রদর্শনী-২০১৭ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। প্রদর্শনীটি চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগরে সভাপতি অধ্যাপক ঋতেন্দ্র কুমার শর্ম্মার সভাপতিত্বে ও একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মরিয়ম মঞ্জুরি নিশির সঞ্চালনায় প্রদর্শনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, চারুকলা প্রদর্শনীর আহ্বায়ক অধ্যাপক ড. সিন্ধার্থ শঙ্কর তালুকদার প্রমুখ। চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা ১১০টি শিল্পকর্ম প্রদর্শনী করা হয়। এর মধ্যে থেকে তিনটি বিভাগে ১৯ জনকে পুরস্কৃত করা হয়। এরপর উপাচার্যসহ অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের করা চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।