নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়নগঞ্জ হাই স্কুল কাব স্কাউট গ্রুপ থেকে জাতীয় শাপলা এওয়ার্ড পেলেন নামিরাহ ইমাম টুকটুক। মাননীয় প্রধানমšী¿ শেখ হাসিনার কাছ থেকে এ পুরস্কার গ্রহন করবেন।নামিরাহ ইমাম টুকটুক তৃতীয় শ্রেণীতে অধ্যয়ন করার সময় থেকেই নারায়নগঞ্জ হাই স্কুলের কাব -স্কাউটের সাথে সম্পৃক্ত হয়েছেন। ২০১৭সালে নারায়নগঞ্জ সদর উপজেলা ,নারায়নগঞ্জ জেলা, ঢাকা বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ন হয়ে জাতীয় পর্যায়ে শাপলা এওয়ার্ড প্রতিযোগিতায় লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহন করেন। বুধবার এ রেজাল্ট প্রকাশিত হয়।নারায়নগঞ্জ হাই স্কুল থেকে-৫জন, আমলাপাড়াপাড়া আইডিয়াল স্কুল থেকে-৯জন এবং আমলাপাড়া আদর্শূ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২১জন ২০১৭ সালের শাপলা এওয়ার্ড পেয়েছেন।
নামিরাহ ইমাম টুকটুক নারায়নগঞ্জ হাই স্কুল থেকে জিপিএ -৫ পেয়ে পিইসি পরীক্ষায় উত্তির্ন হয়ে বর্তমানে সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে অধ্যায়ন করছে। সে নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের একমাত্র কন্যা। ###