জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা বাংলা করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি ও অনলাইন আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর তিনটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আলোচনা অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শেখ মনজুরুল হক প্রধান অতিথি হিসেবে তার নিজের রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইন আবেদনের কার্যক্রম উদ্বোধন করেন।
প্রাণ গ্রুপের সহযোগিতায় ও জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে জাতিসংঘে সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে বিশ্ববিদ্যালয়ে এ অনলাইন আবেদনের কার্যক্রম শুরু হয়। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ে পোস্টারিং করা হয়। অনলাইন আবেদন কার্যক্রম উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে একটি র্যালি বের করা হয় যা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে পাদদেশে গিয়ে শেষ হয়।