১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার | রাত ৮:০৭ মিনিট | ঋতু : গ্রীষ্মকাল | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

এই মাত্র পাওয়া খবর :
নীড় খোঁজে গাঙচিলে প্রহর সরকার ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র‌্যাব বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রূপগঞ্জে আলোচনাসভা ও মিলাদ মাহফিল সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন মাতৃভাষা রক্ষায় বঙ্গবন্ধু ছিলেন বিরাট কন্ঠস্বর: প্রধান তথ্য কমিশনার মোহম্মদ জমির নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত সোনারগাঁওয়ে ডাঃ বিরু’র উদ্যোগে  শোক দিবস পালন স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের প্রত্যয় খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ রূপগঞ্জের আওয়ামীলীগের আলোচনাসভা ও মিলাদ মাহফিল
আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন: কেন্দ্র এবং ভোটার

আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন: কেন্দ্র এবং ভোটার

হারাধন চন্দ্র দে (আড়াইহাজার):

আড়াইহাজার পৌরসভা:

আড়াইহাজার পৌরসভায় মোটভোটার ২০,৭৫৭ জন। তার মধ্যে পুরুষ ১০,২৮৮ ভোট ও মহিলা ১০,৪৬৯ জন ভোটার রয়েছে। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৬২টি ভোটকক্ষ রয়েছে।

আড়াইহাজার পৌরসভার ১নং ওয়ার্ড কামরানীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮৮৬ ভোট, ২নং ওয়ার্ড কামরানীরচর কেন্দ্রীয় হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ১৬৭৪ ভোট, ৩নং ওয়ার্ড ৯৯নং দাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৫৬ ভোট, ৪নং ওয়ার্ড ঝাউগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২২৮৯ ভোট, ৫নং ওয়ার্ড নাগেরচর মাদ্রাসা কেন্দ্রে ৩০৭৩ ভোট, ৬নং ওয়ার্ড মুকুন্দী গাজিপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩৯৪ ভোট, ৭নং ওয়ার্ড নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২২২১ ভোট,৮নং ওয়ার্ড সরকারী সফর আলী কলেজ কেন্দ্রে ৩৩২৭ ভোট ও ৯নং ওয়ার্ড আড়াইহাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩৩৭ ভোট রয়েছে।

আড়াইহাজার পৌরসভায় ২জন মেয়র প্রার্থী, সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ১১জন ও সাধারন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৩৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গোপালদী পৌরসভা:

অপরদিকে গোপালদী পৌরসভায় মোট ২৮,৩২৮জন ভোটার রয়েছেন। তার মধ্যে পুরুষ ১৮,৫৪৪জন ও মহিলা ভোটার ১৩,৭৮৪জন ভোটার রয়েছে। এ পৌরসভায় ১১টি ভোটকেন্দ্রে ৮৫টি ভোট কক্ষ রয়েছে।

গোপালদী পৌরসভার ১নং ওয়ার্ডে ২টি কেন্দ্র পাঠানেরকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০২১ ভোট ও  ফুলের হাসি কিন্ডার গার্টেন কেন্দ্রে ১৮৮৭ ভোট, ২নং ওয়ার্ড কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২৫৩ ভোট, ৩নং লক্ষীবরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫৯২ ভোট,  ৪নং ওয়ার্ডে ২টি কেন্দ্রর্  মারটনি এন্ড মোতালিব ভুইয়া প্রাঃ স্কুল এন্ড কিন্ডার গার্টেন(২য়তলা) কেন্দ্রে-(১) ২০৪৭ ভোট ও মারটনি এন্ড মোতালিব ভুইয়া প্রাঃ স্কুল এন্ড কিন্ডার গার্টেন(নিচ তলা) কেন্দ্রে-(২) ১৯১২ ভোট, ৫নং ওয়ার্ড সদাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৯৮০ ভোট, ৬নং ওয়ার্ড সদাসদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩২৩ ভোট,৭নং ওয়ার্ড জালাকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৩৬১ ভোট ও ৮নং ওয়ার্ড রামচন্দ্রদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  ২৯৪৮ভোট ও ৯নং ওয়ার্ড রামচন্দ্রদী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে ২০০৪ ভোট রয়েছে।

গোপালদী পৌরসভায় ২জন মেয়রপ্রার্থী, সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ১২ জন ও সাধারন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ২৯জন প্রতিদ্বিন্দ্বিতা করছেন।

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2020 www.narayanganj24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution