নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: দৈনিক সংবাদের ব্যাবস্থাপনা সম্পাদক ও শিক্ষানুরাগী কাশেম হুমায়ূন বলেছেন, আলী আহাম্মদ চুনকা রাজনৈতিক ও সামাজিক মানবসেবার পাশাপাশি শিশুদের লেখাপড়া ব্যাপারে আগ্রহী ছিলেন। সেই সুবাদে আলী আহাম্মদ চুনকা’র সময় শিশুভাগ, কলরব সহ তার হাতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। আমরা দেখেছি অসহায় ছাত্রছাত্রীদের যেন শিক্ষাঅর্জন বন্ধ হয়ে না যায়, চুনকা ভাই তাদের টাকা পয়সা ও বিভিন্ন ভাবে সহযোগিতা করে শিক্ষাঅর্জনের ব্যাবস্থা করে দিয়েছিল। তাদের মধ্যে এমন অনেকেই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আজ চুনকা ভাইয়ের ছেলে মেয়েরাও একই রাস্তায় হাটছে দেখতে ভাল লাগছে। মেয়র আইভীর তত্ববধানে ও শিক্ষানুরাগী আহাম্মদ আলী রোজা উজ্জল কয়েকটি স্কুল পরিচালনা করছে। এবার তাদের পরিচালিত প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুলে শতভাগ বৃত্তি পেয়েছে। চুনকা পরিবার সমাজে শিক্ষা বিস্তারে ভাল ভূমিকা রাখছে। আলী আহম্মদ চুনকার নামে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। আগামীতে তাদের এ প্রচেষ্টা আরো এগিয়ে যাবে বলে আমি বিশ^াস করি। আজ বুধবার সকালে পশ্চিম দেওভোগ এলাকায় প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন, চুনকা স্মৃতি পদক, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাশেম হুমায়ূন এ কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিথ ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুলের অধক্ষ্য মেহেরুন্নেছা বিথি, মহানগর যুবলীগের সিনিয়র সহ সভাপতি কামরুল হুদা বাবু, সোনারী সকাল ক্রীড়া স্ংস্থার সভাপতি আলহাজ¦ নিজাম উদ্দিন মৃর্ধা, বিশিষ্ট ব্যাবসায়ী কৃষ্ণ সাহা প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে অতিথিরা তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্ধীদের অংশগ্রহনে স্কুল প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ####