রূপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় নতুন গ্যাস ক্ষেত্রে সন্ধানের কাজ করতে গিয়ে ৫ ব্যাক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বাপেক্সের গ্যাসক্ষেত্র অনুসন্ধানে দায়িত্বরত সুপারভাইজার মিলন হোসেন জানান, কয়েকদিন ধরে উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরী পাড়া এলাকায় নতুন গ্যাস ক্ষেত্রের অনুসন্ধানের কাজ করছে বাপেক্স। রোববার বেলা ১১ টার দিকে বাপেক্সের নিয়োজিত ঠিকাদার তার লোকজন নিয়ে খননের কাজ করার সময় পাশ দিয়ে বয়ে যাওয়া ১১হাজার ভোল্টের বিদুৎতের তারের সাথে গ্যাস ক্ষেত্রের কাজে ব্যবহৃত ষ্টীলে পাইপ জড়িয়ে পড়ে। সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে শ্রমিক জুরান আলী, খোকন মিয়া, সুমন মিয়া, সাইদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক আহত হয়। তাদের সকলে শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গেছে। পরে আহতদের উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতদের মধ্যে জুরান আলীর অবস্থা আশংকাজনক বলে সুপারভাইজার মিলন আরো জানান।###