নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন। আজ রোববার সকাল এগারোটায় শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের ফ্লাইটে বাংলাদেশ থেকে রওনা হন। এসময় তার সাথে গিয়েছেন মেয়র আইভীর বড় ছেলে সীমান্ত ও ছোট ভাই আহম্মদ আলী রিপন ।
বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র আইভীর ছোট ভাই ও মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহেতেশামুল হক জানান,
গত (১৬ জানুয়ারী )নারায়ণগঞ্জের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সন্ত্রাসী নিয়াজুল ইসলাম খান অস্ত্র বের করে আইভীর দিকে তেড়ে আসে । এসময় সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মেয়র আইভীসহ অর্ধশত লোক আহত হয়। পরে ১৮ জানুয়ারী সিটি কর্পোরেশন কার্যালয়ে জাতীয় দৈনিকের দুই সাংবাদিকের সাথে কথা বলার সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পাচঁ দিন চিকিৎসা শেষে ২৩ জানুয়ারী নারায়ণগঞ্জে ফিরে এসে বাবার কবর জিয়ারত করে বাড়ি এসে বিশ্রাম নেন। পরে ২৬ জানুয়ারী ভারতের আজমীর শরিফ খাজা মাইনুুদ্দিন চিস্তির মাজার জিয়ারত করতে যান এবং ৩১ জানুয়ারী দেশে ফিরেন। দেশে ফিরে ডাক্তারের পরমর্শে বিশ্রামে ছিলেন। ডাক্তারের পরমর্শ অনুযায়ী ডা: সেলিনা হায়াৎ আইভী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসাতালে চিকিৎসা নিওয়ার কথা রয়েছে। ##