নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: বঙ্গবন্ধু সড়কের ফুটপাত থেকে হকার উচ্ছেদ হলের হকারদের বসিয়ে চাঁদা আদায় করছে আরিফ ওসমান পরিচয়দানকারি এক চাঁদাবাজ। হকারদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় ধম্বোক্তি নিয়ে নিজের পরিচয় দিয়ে বলেন আমি আরিফ ওসমান। আমি সাংসদ এ কে এম শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের খালাতো ভাই। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বঙ্গবন্ধু সড়কের পুপলার ডায়াগনস্টিক সেন্টারের গলিতে বালুর মাঠ প্রবেশের সড়কে এ ঘটনা ঘটেছে। আজ সকালে পপুলারের গলিতে প্রথমে আরিফ একটি মটর সাইকেলে পা এর উপর পা দিয়ে বসে সন্ত্রাসী স্টাইলে সিগারেট পান করতে থাকে। এসময় ওই সড়কের হকারদের কাছ থেকে চাঁদার টাকা দারি করে আরিফ ওসমান। হকারদের কাছ থেকে চাঁদার টাকা আদায়ের সময় উপস্থিথ স্থানীয় এক ব্যাক্তি হকারদের জিঙ্গেস করে তোমাদের এখনও চাঁদা দিতে হয়। এ কথা শুনে আরিফ ওসমান পরিচয়দানকারি চাঁদাবাজ আরিফ দম্বোক্তি করে বলেন আমার বাড়ি বন্দর লক্ষন খোলা। আমি আরিফ ওসমান। সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের খালাতো ভাই। আমি কি করছি আপনাদের কৈফিয়ত দিতে হবে নাকি। তখন উপস্থিত হকাররা সেখান থেকে সড়েযায়। স্থানীয় ওই ব্যাক্তি পপুলারের গলি থেকে সড়ে যায়।
খোজ নিয়ে জানাগেছে, আরিফ ওসমান পরিচয়দানকারী যুবক পুপলারের গলিতে হকারদের বসিয়ে চাঁদা আদায় করে। আরিফের অনুমতি ছাড়া কোন হকার এ গলিতে সবতে পারে না। কত কয়েকদিন আগে চাঁদার জন্য এক হকারকে মারধর করেছে আরিফ ও তার সহযোগীরা।
প্রতি দোকান প্রতি ১০০ টাকা করে প্রতিদিন চাদা আদায় করছে আরিফ। শুধু পুপলার গলিতেই তার চাঁদাবাজি সিমাবদ্ধ নয় চাষাঢ়া থেকে গলাচিপার মোড় পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের পাশে সে সড়কগুলোতে বর্তমানে হকাররা বসে। এ পুরো এলাকার হকাররা আরিফকে চাঁদা না দিয়ে সবতে পারে না। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসি। ###