নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: ভাষা আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধের সূতিকাগার। আমাদের বাঙালির ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতিতে ভাষা আন্দোলনের প্রভাব ও তাৎপর্য অপরিসীম। এ আন্দোলন স্ফূলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল জনপদ থেকে জনপদে। নারায়ণগঞ্জে ভাষা আন্দোলনের তীব্রতা গোটা দেশকে প্রভাবিত করেছিল। ভাষা আন্দোলনের সে ইতিহাস নিয়ে সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে রফিউর রাব্বি’র দীর্ঘ শ্রম ও অনুসন্ধানী তৎপরতায় প্রণীত গ্রন্থ “নারায়ণগঞ্জে ভাষা আন্দোলন”।
আগামী ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদমিনারে অনুষ্ঠিত হবে গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জের ভাষাসৈনিক চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, সাহিত্য প্রকাশের নির্বাহী পরিচালক, লেখক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের নিবাহী পরিচালক এম আর মাহবুব ও কবি ও সাংবাদিক হালিম আজাদ। ###