নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প নগরী সংলগ্ন কালিয়ানীর বিলের একাংশ ভরাট করে ফেলায় বিসিক সংলগ্ন বিরাট এলাকায় এই শুস্ক মৌসুমেই ব্যাপক জলাবদ্ধতা তৈরী হয়েছে। এলাকাবাসির অভিযোগ কালিয়ানির বিলের একটি অংশ কিনে ও বাকিটা না কিনেই ভরাট করে ফেলেছেন বিকেএমইএ’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাতেম ও তার ভাই সালাম। ফলে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার এলাকাবাসি জলাবদ্ধতায় আক্রন্ত হয়েছে। বুধবার এলাকা পরিদর্শন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার ঘোষনা দেন।
বুধবার বেলা এগারোটায় শাসনগাও এলাকায় আসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান। এসময় তার সাথে ছিলেন এই ইউনিয়নের দুই নং ওয়ার্ড ইউপি সদস্য আক্তার হোসেন, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আতাউর প্রধান, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য সালাউদ্দিন, ৭.৮.৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোজিনাসহ দশজন ইউপি সদস্য। এলাকাবাসি তাদের জানান, কালিয়ানির বিলের একটি অংশ কিনে ও বাকিটা না কিনেই ভরাট করে ফেলেছেন বিকেএমইএ’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাতেম ও তার ভাই সালাম। ফলে হাজার হাজার এলাকাবাসি জলাবদ্ধতায় আক্রন্ত হয়েছে। বিসিক এর ম্যাপ অনুযায়ী যে এলাকা দিয়ে বিসিক শিল্প নগরীর পানি নিস্কাশন হওয়ার কথা সেখানকার দশ ফুট রাস্তা ও ড্রেনের জায়গা মোহাম্মদ হাতেম এর ভাই সালাম বালু ফেলে দখল করে নিয়েছেন। ফলে এ জলাবদ্ধতা সমস্যা তৈরী হয়েছে। শুকনো মৌসুমেই এখানে জলাবদ্ধতা। বর্ষায় মৌসুমে বিসিকের আশে পাশের কয়েক কিলোমিটার এলাকায় এ সমস্যা বিস্তৃত হবে।
এলাকা পরিদর্শনের সময় মোহাম্মদ হাতেম এসে ইউপি চেয়ারম্যান ও ইউপি মেম্বারদের তার গার্মেন্টে নিয়ে যান। তিনি দাবী করেন, তার কারনে জলাবদ্ধতা সমস্যা তৈরী হচ্ছেনা। সেখান থেকে বের হয়ে এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে আসবেন স্থানীয় ইউএনও। পরে পর্যায়ক্রমে তিনি জেলা প্রশাসক ও স্থানীয় এমপিকে এলাকা পরিদর্শন করে সমস্যা সমাধানে উদ্যোগ নিতে এখানে নিয়ে আসবেন।
এ ব্যাপারে কথা বলতে মোহাম্মদ হাতেমের মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি। #