নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: আগামী ৬ মার্চ নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৫ বছর উপলক্ষ্যে আগামী ৭ মার্চ বুধবার বিকেল তিনটায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে শিশু সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’, চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘খ’, অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগ বলে বিবেচিত হবে। ‘ক’, ‘খ’ ও ‘গ’ সকল বিভাগের বিষয় উন্মুক্ত। প্রতিযোগীকে ছবি আঁকার যাবতীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে। আয়োজক প্রতিষ্ঠান কেবল কাগজ সরবরাহ করবে।প্রতিযোগিতার জন্য কোন এন্ট্রি ফি লাগবে না। প্রতিযোগিতা বিকেল ৩টায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে প্রতিবিভাগে সেরা দশজনকে পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণের হত্যা করা হয়। ৮ মার্চ সকালে শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে ফৌজদারী কার্য বিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানিয়েছে, আজমেরী ওসমানের নেতৃত্বে কলেজ রোড এলাকায় তার টর্চার সেলে নির্যাতন চালিয়ে ত্বকীকে হত্যা করা হয়। হত্যাকান্ডের বিচার ও দ্রুত অভিযোগপত্র প্রদানের দাবিতে প্রতিমাসের ৮ তারিখ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে আসছে। আগামী ৬ মার্চ ২০১৮ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার পাঁচ বছর। #