নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম : জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক ও আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য একেএম শামসুজ্জোহার ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মরহুমের পরিবার ও নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন দিনভর কর্মসূচী নানা পালন করে। মরহুমের পরিবারের পক্ষ থেকে একই সাথে প্রয়াত একেএম সামসুজ্জোহার সহধর্মিনী ও ভাষা সৈনিক রতœগর্ভা মরহুমা নাগিনা জোহার ২য় মৃত্যু বার্ষিকীও পালন করা হয়।
মঙ্গলবার বিকেলে নগরীর চাষাঢ়ায় পারিবারিক বাসভবন হীরা মহল সংলগ্ন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনসহ নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নের্তৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। মরহুমের দুই সন্তান নারায়ণগঞ্জের সাংসদ সহোদর এ কে এম সেলিম ওসমান ও এ কে এম শামীম ওসমান তাদের প্রয়াত বাবা-মা ও বড় ভাই প্রয়াত সাবেক সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চান।
এ কে এম শামসুজ্জোহা ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একাধারে ভাষা সৈনিক, আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য, গণ পরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংসদ সদস্য। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাক সেনাদের হাতে আটক বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে গিয়ে পাক সেনাদের গুলিতে আহত হয়েছিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি ২০১২ সালে মরণোত্তর স্বাধীনতা পদক লাভ করেন। অপরদিকে ভাষা সৈনিক রতœগর্ভা নাগিনা জোহা ২০১৬সালের ৭মার্চ মৃত্যু বরণ করেন। ##