নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভূইয়ারবাগ এলাকার শিশুদের খেলার জন্য ব্যবহৃত উন্মুক্ত জায়গা দখল করে দোকান বসিয়েছে এলাকায় এক প্রভাবশালী লোক। এলাকাবাসি এ দোকান উচ্ছেদ করে শিশুদের খেলার জায়গা উন্মুক্ত করার দাবী জানিয়েছে।
নগরীর বোয়ালিয়া খাল সংলগ্ন নতুন পানির পাম্প এলাকার বাসিন্দা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আল আমিন জানান, বোয়ালিয়া খাল সংলগ্ন পানির পাম্পের সাথের সিটি কর্পোরেশনের খালি জায়গায় এলাকার শিশুরা খেলাধুলা করে। আগে জায়গাটি গর্ত থাকলেও সিটি কর্পোরেশনই জায়গাটিতে মাটি ফেলে সমান করে দিয়ে শিশুদের খেলার উপযোগি করে দিয়েছে। কিন্তু সম্প্রতি আনোয়ারুল ইসলাম নামের একজন লোক প্রভাব খাটিয়ে সিটি কর্পোরেশনের এ জায়গাটি দখল করে দোকান-পাট নির্মাণ করছে। ফলে এলাকার শিশুরা এখানে খেলতে পারছেনা। যেখানে মেয়র প্রত্যেক ওয়ার্ডে খেলার মাঠ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানে সিটি কর্পোরেশনের জায়গা দখল করে দোকান নির্মাণের সাহস এই ব্যাক্তি কোথায় পায় তা আমাদের প্রশ্ন। আমরা চাই সিটি কর্পোরেশন দ্রুত এ জায়গার অবৈধ দখলদারকে উচ্ছেদ করে শিশুদের খেলার জায়গা উন্মুক্ত করে দেবে। এ ব্যাপারে সিটি কর্পোরেশনে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক জানান, আগামীকাল অভিযোগটি দেখে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।#