নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার নাম করে হোসিয়ারী কারখানার শ্রমিক ১৯ বছরের এক তরুনীকে গণধর্ষনের ঘটনা ঘটেছে। পূর্ব-পরিচিত থাকার সুবাধে তরুনীকে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার নাম করে একটি ফ্লাটে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। আর ঘটনার পর মোক্তাদির রহমান ওরফে একরামকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের আল্লামা ইকবাল রোডের মৃত শামসুল হকের ভাড়াটিয়া বাসায় গণধর্ষনের ঘটনা ঘটলে রোববার সকালে ধর্ষণের শিকার তরুনী ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।
গ্রেপ্তারকৃত মোক্তাদির রহমান ওরফে একরাম শহরের আল্লামা ইকবাল রোডের মৃত শামসুল হকের ভাড়াটিয়া মৃত হাফিজুর রহমানের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার মসজিদ এলাকার জিতু মিয়ার বাড়ির ভাড়াটিয়া তরুনী শহরের কালিরবাজার এলাকার একটি হোসিয়ারী কারখানায় চাকরী করে। আর পূর্বের কর্মস্থল ফতুল্লার ওয়াবদারপুল লাকি বাজারস্থ জিএম বাংলাদেশ গার্মেন্টের ফল্ডিংম্যান হিসাবে চাকরী করার সময় একই কারখানার কর্মরত লাকি বাজার এলাকার আরিফ, মোক্তাদির রহমান ওরফে একরাম, মিলন, জিএম বাংলাদেশ গার্মেন্টের কিউসি (কোয়ালিটি কন্ট্রলার) হ্নদয়সহ আরো কয়েকজনের সাথে বন্ধুত্ব ছিল। আর সেই গার্মেন্টস থেকে চাকরী ছেড়ে দেয়ার পর তাদের সাথে সম্পর্কসহ যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। শনিবার সন্ধায় বর্তমান কর্মস্থল হোসিয়ারীর ডিউটি শেষে নবীগঞ্জ গুদারাঘাটে বেড়াতে যায়। তখন দেখা হয় পুরনো বন্ধুদের সাথে। তারা উক্ত তরুনীকে দেখে এক বন্ধুর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তাব দেয়। প্রথমে তরুনী রাজি না হলেও পরে অনুরোধ করায় অনুষ্ঠানে যাওয়ার রাজি হয়। ঠিক তখন তরুনীকে শহরের আল্লামা ইকবাল রোডের মৃত শামসুল হকের ভাড়াটিয়া বাড়ি মোক্তাদির রহমান ওরফে একরামের বাসায় নিয়ে যায়। সেই বাসায় গিয়ে দেখে কোন জন্মদিনের কোন অনুষ্ঠান নাই। পরে উক্ত তরুনীকে আরিফ, মোক্তাদির রহমান ওরফে একরাম, মিলন পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। পরে হ্নদয় ধর্ষন করতে চাইলে তাকে তরুনী হাতে পায়ে ধরে কান্নাকাটি করার ফলে সে আর ধর্ষণ করেনি। পরে তরুনীকে ঐ ফ্লাট হতে বের করে একটি রিকশা করে তারিয়ে দেয়। আর সেখান থেকে বের হয়ে এক বান্ধবীর সাথে ঘটনার বিস্তারিত আলোচনা করে থানায় মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মজিবুর রহমান গণধর্ষনের ঘটনার বিষয়ে মামলা দায়ের সত্যতা নিশ্চিত করে জানান, একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে অভিযানে বের হয়ে অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।#