নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: ১ মার্চ শহিদ তাজুল দিবস। ১৯৮৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে আদমজী পাটকলে শ্রমিক ধর্মঘট বানচালের উদ্দেশ্যে তৎকালীন ক্ষমতাসীন স্বৈরাচারী এরশাদের বাহিনী শ্রমিক মিছিলে হামলা করে কমরেড তাজুলকে রক্তাক্ত জখম করে। ১ মার্চ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এই সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সারা দেশের শিল্প প্রতিষ্ঠান, যানবহন ও কল-কারখানার লক্ষ লক্ষ শ্রমিক কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসে। দেশব্যাপী শ্রমিকদের মহা বিক্ষোভ শুরু হয়ে যায়। আন্দোলনের তীব্রতা দেখে স্বৈরাচারী এরশাদ সরকার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ৫ দফা দাবী মেনে নেওয়ার ঘোষণা দেয়। সেই থেকে প্রতি বছর ১ মার্চ শহিদ তাজুল দিবস পালিত হচ্ছে। তাজুল ছিলেন আদমজী পাটকল মজদুর ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতা। তিনি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আদমজী শাখার সম্পাদক।
তাজুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন কুমিল্লা জেলার মতলব থানায়। সপ্তম শ্রেণিতে পড়ার সময় তিনি ছাত্র ইউনিয়নে যোগ দেন। ১৯৬৯ সালে ছোট বেলাতেই কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৪ সালে শ্রমিক আন্দোলনে যুক্ত হন। আত্মোৎসর্গকারী এই তাজুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর স্বচ্ছল জীবনের সুযোগ প্রত্যাখ্যান করে সমাজতন্ত্র ও শোষণ মুক্তির লক্ষ্য নিয়ে আদমজী পাটকলে বদলি শ্রমিকের কাজ করতে শুরু করেন। তার এই আত্মত্যাগ ও সাহসের কোন তুলনা নেই।
বর্তমান সময়ে বাংলাদেশে শ্রমিক আন্দোলনে বিভিন্ন প্রতিকুলতার সুযোগে শাসক ও মালিক শ্রেণি শ্রমিকদের অর্জিত আইনী অধিকার কেড়ে নিচ্ছে। একের পর এক শ্রমিক স্বার্থ বিরোধী কালো আইন তৈরি করছে। কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নেই। বাঁচার মতো মজুরি নেই। মিথ্যা মামলা, ছাঁটাই, নির্যাতন করেই চলেছে। ট্রেড ইউনিয়ন অধিকার নেই। আন্দোলন হলেই সেখানে বর্বরোচিত আক্রমণ ও হামলা করা হচ্ছে। মন্ত্রী, এমপি ও সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে। এই হারে দেশের সকল স্তরের শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য বিভিন্ন সেক্টরে আন্দোলন চলছে। অবিলম্বে সকল শ্রমিকদের সরকারি কমচারীদের হারে মজুরি বৃদ্ধির দাবী নিয়ে শহিদ কমরেড তাজুল দিবস উপলক্ষে ০২ মার্চ ২০১৮ শুক্রবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক হাফিজুল ইসলাম। বক্তব্য রাখবেন মন্টু ঘোষ, জাকির হোসেন, আবু নাঈম খান বিপ্লব, বিমল কান্তি দাস, হাফিজুর রহমান, অঞ্জন দাস, মোঃ শাহ্ জাহান, সেলিম মাহমুদ, মোঃ রিয়াজ উদ্দিন প্রমুখ। ###