নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় দিনেদুপুরে প্রক্যাশ্যে মাইক্রোবাস থেকে সোনালী ব্যাংক প্রধান কার্য্যালয়ের নিরাপত্তা প্রহরী আবদুল মান্নানের লাশ ফেলে গেছে দূর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বুধবার বেলা এগারোটায় ঢাকামুখি একটি মাইক্রোবাস থেকে লাশটি রাস্তায় ফেলে যাওয়া হয়। এসময় লাশটির পাশে একটি কালো রঙের ব্যাগ পড়ে ছিল।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বুধবার বেলা এগারোটায় ঢাকামুখী একটি মাইক্রোবাস থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক স্যামস ফিলিং ষ্টেশনের পাশে লাশটি ফেলা হয়। সাথে একটি কালো রঙের ব্যাগও ফেলে যাওয়া হয়। লাশের সাথে থাকা একটি পরিচয়পত্র থেকে জানা যায় নিহত ব্যাক্তি সোনালী ব্যাংক প্রধান কার্য্যালয়ের নিরাপত্তা প্রহরীর দায়িত্বে কর্মরত ছিলেন। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আব্দুল মান্নান কুমিল্লার বড়ুরা থানার কিষানপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে। নিহত আব্দুল মান্নানের চোখ সাদা রঙের টেপ দিয়ে মোড়ানো ছিলো এবং চোখে কালো সানগ্লাস ছিলো। এ ঘটনার পর শত শত উৎসুক মানুষ লাশ দেখতে জড়ো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবদুস সাত্তার জানান, লাশ ফেলে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কারা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে সে ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। নিহতের সাথে থাকা পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করতে পেরেছি। কুমিল্লায় তার পরিবারের স্বজনদেরকে খবর জানানো হয়েছে। তারা এলে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জ-ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দকী জানান, বিভিন্ন স্থানে লাগানো সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে লাশ ফেলে যাওয়া লোকজনকে সনাক্ত করার চেষ্টা চলছে।#