সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁয়ে ২০ গ্রামের মানুষের যোগাযোগের জন্য নতুন সংযোগ সড়ক নির্মাণ করার কাজ চলছে। এ সড়কটি নির্মাণ হলে সাদিপুর ইউনিয়নের ৬টি ওয়ার্ডের প্রায় লক্ষাধিক মানুষ সহজে চলাচলের সুবিধা পাবে।
জানাযায় ঃ উপজেলার সাদিপুর ইউনিয়নের ২০ গ্রামের মানুষের ৪৭ বছরের স্বপ্নের সংযোগ সড়ক বরাব বাজার থেকে চেয়ারম্যান পাড়া আঞ্চলিক কবরস্থান পর্যন্ত নতুন সংযোগ সড়ক নির্মাণে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই সড়কটি পূনাঙ্গ ভাবে নির্মাণ হলে সাদিপুর ইউনিয়নের ১,২,৩,৪,৫,৬ নং ওয়ার্ডের প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগের সহজ পথ সৃষ্টি করবে।
এদিকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে ক্ষমতাশীন আওয়ামীলীগ ও বিএনপির এমপি নির্বাচিত হলেও আশ্বাস ছাড়া কিছুই মিলেনি ২০ গ্রামের মানুষের। বর্তমানে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ) সাংসদ লিয়াকত হোসেন খোকার ৪০ লাখ টাকার অর্থায়নে প্রায় তিন হাজার ফিট নতুন সংযোগ সড়ক নির্মাণ করছেন। এই কাজে দায়িত্ব পালন করছেন সাদিপুর ইউনিয়নের ১,২ নং ওয়র্ডের মেম্বার রফিকুল ইসলাম রফিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজাম্মান সাউদ। তাদের নেতৃত্বে এ কাজে সহযোগীতা করছেন হাজ্বী মাইন উদ্দিন,মোহাম্মদ আলী ,আলী হোসেন,আবুল হাসেম,সাদেক শিকদার,আঃ হালিম,আলতাফ হোসেন,বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা এম,এ হান্নান,মতিউর রহমান,আলতাফ হোসেন,মাজহার হোসেন,পিয়ার আলী,মোহাম্মদ আলী,মোঃ জনি মিয়া,এছাক মিয়া,সোরাব মিয়া,মোফাজ্জলসহ স্থানীয় এলাকাবাসী।
বাইশটেংগি উত্তর পাড়া গ্রামের আব্দুর রউফ(৯৯) জানান, আমাদের গ্রাম থেকে সহজে কবরস্থান, বাজার বা স্কুল/কলেজে যাওয়ার মত কোন সড়ক ছিল না । নির্বাচনের সময় আমাদের গ্রামে ভোটের জন্য আসলে বিভিন্ন জনপ্রতিনিধিরা আর্শ¦াস দিয়ে ভোট আদায় করে নির্বাচিত হলে আমাদের গ্রামের কথা মনে থাকে না তাদের। বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকার দয়াই আমাদের ৪৭ বছরের কষ্ট শেষ হতে যাচ্ছে।এ সড়কটি নির্মাণ হলে আমরা সহজে বাইশটেংগি,বরাব,গঙ্গাপুর বাজার,কাজিপাড়া,চেয়ারম্যান পাড়া,দক্ষিন পাড়া,চোত্রাপাশা,পিংগীলা,সিংরাব ,দিয়াবাড়ীসহ বিভিন্ন গ্রামের যোগাযোগ করা যাবে । তাছাড়া আমাদের ২০ গ্রামের মানুষের কবরস্থানে মৃত ব্যক্তির লাশ নিতে পারবো এবং স্কুল ,কলেজে আমাদের সন্তানরা সহজে যেতে পারবে।
এ বিষয়ে ১ নং ওয়ার্ডে মেম্বার রফিকুল ইসলাম ও ২ নং ওয়ার্ডের মেম্বার বীর মুক্তিযোদ্ধা মো ঃ নুরুজাম্মান সাউদ বলেন, আমরা নির্বাচনের আগে ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছি এই সড়কটি নির্মাণ করে দেবো। আমাদের ভাগ্য সোনারগাঁয়ে লিয়াকত হোসেন খোকা এমপির মত নেতা পেয়ে। এমপির লিয়াকত হোসেন খোকার অর্থায়নে আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে পারছি।আমাদের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ।আশা করি এক মাসের মধ্যে নতুন সড়কটির নির্মাণ কাজ সর্ম্পূণ হবে। ###