নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় নিহত যুবলীগ কর্মী সুমন মিয়া হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে উপজেলার রূপসী এলাকায় কাঞ্চন-রূপসী সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। নিহত সুমন মিয়ার পরিবারের স্বজনরাসহ শতাধিক নারী পুরুষ এ মানবন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই মামলার প্রধান আসামী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবী জানান। মানববন্ধন চলাকালে কাঞ্চন-রূপসী সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীরা যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আওয়ামীলীগ কর্মীরা কাঞ্চন এলাকায় অবস্থান নেয়। পূর্ব বিরোধকে কেন্দ্র করে এসময় রফিক চেয়ারম্যানের লোকজন আওয়ামীলীগের লোকজনের উপর হামলা চালায়। এ ঘটনায় স্থানীয় যুবলীগ কর্মী সুমন মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন। এ ঘটনায় নিহত সুমনের শাশুড়ি কাজল রেখা ১৭ জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে রূপগঞ্জ থানা পুলিশের এস আই হুমায়ুন কবীর বাদি হয়ে ৩৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত দুই হাজার জনকে আসামী করে পৃথক আরেকটি মামলা দায়ের করেন। #