নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের প্রান কেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারের পিছনে সহকারী শ্রম পরিচালকের কার্যালয়ের পথটি জলাবদ্ধতায় পানিতে তলিয়ে আছে। যেন দেখার কেউ নেই। এ বিষয়ে আজ শুক্রবার দুপুরে সময় টিভি’র নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত এ সৈকতের মোবাইলের ধারন করা ছবি দিয়ে তার ফেসবুকে একটি স্টাটাস দিয়েছে। তার খেলায় ছিল “নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়া বালুর মাঠ এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে জেলা শ্রম অফিসটি বৃষ্টিহীন মৌসুমেও কয়েক মাস ধরে পানিতে তলিয়ে আছে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আছে কিনা জানা নেই। ছবিটি আজকের তোলা”। শিল্প নগরী নারায়ণগঞ্জের প্রান হচ্ছে শ্রমিক । আর শ্রমিকদের দেখভালের অফিসের এমন করুন অবস্থা হলে সুবিধা বঞ্চিত হবে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সহ শত শত শ্রমিক। বর্ষা মৌসুম না আসতেই দিনের পর দিন পানিতে তলিয়ে আছে সহকারী শ্রম পরিচালকের কার্যালয়ের প্রবেশ সড়কটি। শ্রম অফিসের এ জলাবদ্ধতা স্থায়ী সমাধানের জন্য জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়েছে। যেন দ্রুত এ অফিস সহ আশপাশের এলাকা জলাবদ্ধতা মুক্ত হয়। ####