নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম (রূপগঞ্জ):
নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাব পরিচয় দিয়ে অস্ত্র ঠেকিয়ে প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে প্রাইভেটকারের যাত্রী সৌদী প্রবাসী ৩ জনের কাছ থেকে বিভিন্ন মালামাল, নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুটে যায়। এঘটনা জড়িত থাকা সন্দেহে পুলিশ প্রাইভেটকারের চালককে গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় ঘটে এ ঘটনা।
সৌদী প্রবাসী ও মামলা বাদী শাহজালাল জানান, তিনি কুমিল্লার বরুরা থানাধীন ফেডডা এলাকার মান্নান মিয়ার ছেলে। দীর্ঘ দিন ধরে সৌদী আরবে কর্মরত রয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তিনিসহ সৌদী প্রবাসী কুমিল্লার দক্ষিন সদরের সিন্দুরা এলাকার মৃত সিরাজুলের ছেলে তাইজুল ইসলাম ও চাদপুরের কচুয়া থানাধীন আসাদপুর এলাকার আবুল বাশারের ছেলে আবু তাহের এয়ারপোর্ট থেকে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ- ১২-৩০৭২) যোগে নিজবাড়ীতে যাবার পথে রাত ২টার দিকে রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় পৌছেলে র্যাবের পোশাক পরিহিত ৬/৭জন ব্যাক্তি নিজেদের র্যাব পরিচয় দিয়ে গাড়ীটির গতিরোধ করে। একপর্যায়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতরা আমাদের কাছ থেকে বিভিন্ন মালামাল, নগদ টাকাসহ প্রায় ৬লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এসময় প্রাইভেটকারের চালকে গতিবিধি সন্দেহ হয়। রাতে এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে প্রাইভেটকার চালক কিশোরগঞ্জের কটিয়াদী থানাধীন পশ্চিম পড়ুরা এলাকার ফুল মিয়ার ছেলে আরিফুল ইসলামকে গ্রেফতার এবং প্রাইভেটকারটি জব্দ করেন।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই শাহজাহান খান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রাইভেটকার চালককে গ্রেফতার করা হয়েছে। #