ভবিষ্যতে কী হবে, কী বিপদ আছে, কোনো কিছু পাওয়ার পথ দেখানো, না পাওয়ার কারণ, লটারি পেয়ে ভাগ্য বদলাবে কিনা তা সবই করে বা বলে দেন তিনি। তবে করো ভাগ্যে পরিবর্তন হউক আর না হউক, নিজের ভাগ্যে পরিবর্তনের ফন্দিটা ভালই ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত ‘শেষরক্ষা’ হয়নি। কথিত ভাগ্য বদলানো কিংবা ভবিষ্যৎ বলার জারিজুরি ফাঁস হয়ে গেছে। শুধু তাই নয়, তার ঠাই হয়েছে এখন শ্রীঘরে। ফেসবুকে টেরোট কার্ড রিডিং করে মানুষের ভবিষ্যৎ বলে দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে ‘টেরোট বাবা’ এম এম জাহাঙ্গীর রেজা ওরফে রাদবি রেজাকে (৩০) গ্রেফতার করেছে সিআইডি। ভবিষ্যৎ জানতে আসাদের নিজ বাসায় ডেকে প্রতারণার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন তিনি। শুধু তার ভিজিটই ছিল ২০ হাজার ৫শ’ টাকা। এছাড়া আতর, মুক্তা, আংটি ইত্যাদি গছিয়ে দিয়েও আদায় করতেন মোটা অংকের টাকা।
শুক্রবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।