নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আগামী ২৫জুলাই আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রচারনা জমে উঠছে।
এ দুটি পৌরসভায় আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা করে ঘুরে বেড়াচ্ছে। তাদের সাথে সাথে সংরক্ষিত আসনের ও সাধারন আসনের কাউন্সিল প্রার্থীরাও নিজেদের জয় লাভের আশায় ব্যস্ত প্রচারনা চালিয়ে যাচ্ছে। তাড়া পাড়া,মহল্লায়,বাজারে,রাস্তার পাশে দোকানে অফিসে ব্যবসা প্রতিষ্ঠানে তাদের প্রতিক সম্বলিত লিফলেট বিতরন করে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী সুন্দর আলী মিয়া আড়াইহাজার সদর বাজার,আড়াইহাজার দক্ষিন অংশ,দিঘিরপাড়া এলাকায় গণসংযোগ চালান। তিনি সাধারন ভোটারদের কাছে তাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান। তার গণসংযোগকালে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী তার সাথে ছিলেন। সুন্দর আলী মিয়া জানান, আমার লক্ষ্য আড়াইহাজার পৌরসভা একটি সুন্দর,আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা প্রতিষ্ঠা করা। যাতে দলমত নির্বিশেষে সকল নাগরিকের জন্য সঠিক সেবা দেওয়াই তার প্রধান কাজ হবে। তিনি বলেন,পৌরবাসী আওয়ামীলীগের বিগত দিনের ব্যাপক উন্নয়নের ও সুস্থ্য ধারার রাজনৈতি কথা মনে রেখেই নৌকা প্রতিকে ভোট দিবে। তিনি নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতিকের জয় লাভের আশা ব্যক্ত করেন।
অপরদিকে মঙ্গলবার আড়াইহাজার পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী পারভীন আক্তার, আড়াইহাজার, বাঘানগর, গোয়ালপাড়ায় গণসংযোগ করেন। তিনি বিএনপি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। পারভীন আক্তার জানান, বিগত দিনে আড়াইহাজার পৌরবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তিনি নির্বাচিত হলে আড়াইহাজার পৌরবাসীকে ভাল সেবা দিয়ে ঝকঝকে পৌরসভা উপহার দিবেন। তিনি জানান,পৌরবাসী তাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করবেন।
গোপালদী পৌরসভার আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এ হালিম সিকদার মঙ্গলবার সারাদিন গোপালদী পৌরসভার গোপালদী বাজার,দাইরাদী,রামচন্দ্রদী এলাকায় গণসংযোগ চালান। তিনি মঙ্গলবার বিকালে গোপালদী বাজারে একটি পথসভা ও করেন। ঐ সময় তার সাথে আওয়ামীলীগ ও অংগ সংগঠনের কয়েকশ নেতাকর্মী ও সমর্থক ছিলেন। তিনি ভোটারদের সাথে দেখা করে বিগত দিনের মতো গোপালদী পৌরসভার ব্যাপক উন্নয়নের আশ্বাস দিয়ে বলেন। তিনি বলেন, অতীতের মতো সারা জীবন গোপালদী পৌরবাসীর সাথে থেকে তাদের সুখ-দুখের সাথী হতে চাই। তিনি জানান,গোপালদীবাসীর ভোটে মেয়র নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করেছি এবং পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করেছি। এবারও পৌরবাসী তার পক্ষেই রয়েছে উল্লেখ করে জানান,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরবাসী নৌকা প্রতিকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবে।
অপরদিকে মঙ্গলবার গোপালদী পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মুশফিকুর রহমান মিলন,টোসকাদী,লক্ষীবরদী,মোল্লারচর এলাকায় গনসংযোগ চালান। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের হাতে দলীয় ধানের শীষ প্রতিকের লিফলেট বিতরন করে ভোট প্রার্থনা করেন। তিনি ভোটারদের উন্নত নাগরিক সুবিধা ও পরিচ্ছন্ন গোপালদী এলাকা গঠনের লক্ষে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার অনুরোধ করেন। তিনি জানান,জনগণ ভোট দিতে পারলে তার বিজয় সুনিশ্চিত।#