নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের নগরীর হাজীগঞ্জ এলাকায় বাড়িতে গিয়ে পড়াতে রাজী না হওয়ায় স্কুল শিক্ষিকাকে বাড়ির ভেতরে ঢুকে মারধরের অভিযোগে গ্রেপ্তার জাপা নেতা এডভোকেট আব্দুল মজিদ খন্দকারকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে পুলিশ কোর্ট তাকে জেলহাজতে প্রেরণ করেছে। তবে তার স্ত্রী রোকেয়া খন্দকারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এডভোকেট আব্দুল মজিদ খন্দকার জেলা জাতীয় পার্টির সদস্য সচিব । এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, বারের একজন আইনজীবীর মৃত্যুর কারণে তার সম্মানার্থে আইনজীবীরা আজ(মঙ্গলবার) কোর্টে মামলা পরিচালনা করেনি। এই কারণে কোর্টও বসেনি। তাই আব্দুল মজিদ খন্দকারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাতে নগরীর হাজীগঞ্জ এলাকায় স্কুল শিক্ষিকা শাহীনুর পারভীন শানুর বাড়িতে গিয়ে তার নাতিকে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর প্রস্তাব দেন মজিদ খন্দকারের স্ত্রী রোকেয়া খন্দকার। কিন্তু অসুস্থ হওয়ায় বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানো সম্ভব নয় বলে জানালে তার সাথে বাগবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে রোকেয়া খন্দকার তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যান। পরে রাত ১০টার দিকে মজিদ খন্দকার ও তার স্ত্রী রোকেয়া খন্দকার স্কুল শিক্ষিকা শাহীনুর ইসলামের বাড়িতে গিয়ে মারধর করে এবং জুতা পেটা করে। স্কুল শিক্ষিকা শাহীনুর পারভীন শানু নগরীর হাজীগঞ্জ এলাকার প্যাসিফিক ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা। এই ঘটনায় গত সোমবার দুপুরে নির্যাতনের শিকার স্কুল শিক্ষিকার বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছে। তবে পুলিশ বিকেলে অভিযুক্ত আব্দুল মজিদ খন্দকারকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও তার স্ত্রীকে গ্রেপ্তার করেনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কামাল উদ্দিন জানান, স্কুল শিক্ষিকাকে নির্যাতনের মামলায় মজিদ খন্দকারকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে তার স্ত্রী রোকেয়া বেগমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।#