নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: সুইড বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে সোমবার স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। এসময় বক্তারা বলেন, নারায়ণগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধিদের নিয়ে এই একটি মাত্র স্কুল কাজ করলেও এর নিজস্ব কোনো জায়গা নেই। ফলে নানা জায়গায় বিভিন্ন সময়ে এর কার্যক্রম চালাতে হয়। অথচ প্রধানমন্ত্রী প্রতিবন্ধিদের সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন। তারা নগরীর আমলাপাড়ায় জেলা প্রশাসকের প্রতিশ্রুত জায়গা দ্রুত প্রতিবন্ধি স্কুলের জন্য বরাদ্দের আহ্বান জানান।
নগরীর উকিলপাড়া এলাকায় অবস্থিত শাহনেওয়াজ চেম্বারের তৃতীয় তলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম। জেলা বিএমএ’র সভাপতি ডাঃ শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, কাজী দুলাল উদ্দিন দুলাল, আফরোজা শাহনেওয়াজ বেবী, ডাঃ শায়লা শারমিন রেটিনা, মোহাম্মদ মোস্তফা হোসেন চৌধুরী প্রমুখ।
প্রবাসী রেহান রেজা স্কুলের চল্লিশজন ছাত্র-ছাত্রীর জন্য এ ব্যাগগুলি প্রদান করেন। স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা পচাত্তর জন। #