নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেফতারকৃত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ ১৩ নেতাকর্মীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার দুপুরে পুলিশ আড়াইহাজাহাজার থেকে গ্রেফতারকৃত এই ৬ আসামীকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে আসামীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সময় সোনারগাঁ থেকে গ্রেফতারকৃত ৭ আসামীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশিক ইমামের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবদন করলে আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেট সফরকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় তাঁকে স্বাগত জানাতে গেলে পুলিশ নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে নজরুল ইসলাম আজাদসহ ৬ জনকে গ্রেফতার করে। একই দিন সোনারগাঁ উপজেলার ত্রিবরদী এলাকা থেকে পৌর বিএনপির সহ-সভাপতি সালাহউদ্দিনসহ ৭ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়। ###