নারায়নগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: আমাদের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মা বলেছেন, ৫২এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বাঙ্গালী সংস্কৃতির বিকাশ ঘটেছে। তিনি বলেন আমাদের গান, আবৃত্তি ও নৃত্য চর্চ্চার মাধ্যমে দেশের সংস্কৃতির প্রকাশ ঘটাতে হবে।সে কাজ করছে বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষার্থীরা। তিনি বলেন এখন মোবাইল সংস্কৃতি আমাদের শিক্ষার্থীদের মেধার বিকাশে বাধাগ্রস্ত করছে। তিনি শিক্ষার্থীদের অন্তত এসএসসি পর্যন্ত ব্যবহার না করার পরামর্শ দিয়ে বলেন , শিশু এবং কিশোর সময়কে যদি মোবাইল ব্যবহার করে সময় নষ্ট করি তাহলে আমাদের ভবিষৎ প্রজন্ম সত্যিকার নাগরিক হিসাবে গড়ে তোলা সম্ভব হবেনা। সন্তোষ শর্মা শিক্ষার্থীদেও উদ্দেশ্যে বলেন আমাদের মা-বাবাকে সম্মান এবং গুরুজনদের শ্রদ্ধা করতে হবে। মঙ্গলবার বিকেলে নারায়নগঞ্জের ভুইয়ার বাগে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, আবৃত্তি ও দেশের গান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন। বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীমা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস, বিদ্যানিকেতনে ট্রাষ্টের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন চুন্নু ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
গকুল চাঁদ দাস বলেন ৫২এর ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আমাদের স্বাধীনতা আন্দোলনের সুচনা হয়েছিল। তিনি বাংলা ভাষা ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে বলেন আমাদের শিক্ষা ক্ষেত্রে বাঙলা ভাষা শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বাংলা ভাষার চর্চ্চা সঠিক ভাবে হচ্ছেনা। তিনি শিক্ষকদের এ ব্যাপারে আরো সতর্ক পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে বলেন নিজের ভাষা সমৃদ্ধ করতে না পারলে জাতি হিসেবে এগিয়ে যাওয়া সম্ভব হবেনা।
পরে অতিথিরা বিদ্যানিকেতন আয়োজিত ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এর আগে স্কুলের শিক্ষার্থীরা বাসার গান এবং কবিতা আবৃত্ত্ িপরিবেশন করেন। ####