নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পৌরসভায় ২৫ জুলাই নির্বাচন। নির্বাচনকে ঘিরে শেষ মুর্হুতে কেন্দ্রী জেলা বিএনপির নেতাকর্মীরা শনিবার আড়াইহাজার পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী পারভিন আক্তার ও গোপালদী পৌরসভায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মুসফিকুর রহমান মিলনের পক্ষে গণসংযোগ করেন। এসময় তারা আড়াইহাজার বাজার ডাকবাংলার সামনে থেকে শুরু করে বাজারের প্রতিটি দোকানীর কাছে ধানের শীর্ষ চেয়ে রিফ্লেট বিতরণ করেন এবং গোপালদী বাজারসহ বিভিন্ন ওয়ার্ডে ধানের শীর্ষ প্রতীকে ভোট প্রর্থানা করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, কেন্দ্রীয় বিএনপির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সভাপতি কাজী মনির, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রুজেল, সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, যুগ্ন সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, বাবুল ভুঁইয়া, রায়হান মীর, থানা যুবদল নেতা জুয়েল আহম্মেদ, স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জুর হোসেন মোল্লা, রুহুল আমিন মোল্লা, আজিজুল রহমান, বিএনপির নেতা সফুরউদ্দিন সফু, আফজাল হোসেন, মনিরুজ্জামান খান, থানা ওলামা দল নেতা মাছুম বিল্লাহ প্রমুখ।
গোপালদী পৌরসভার ১, ৩, ৫ ও ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ভোটদের কাছে দলীয় প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চান তারা। এক সংক্ষিপ্ত পথসভায় আনোয়ার সাদাত সায়েম বলেন, ভোটের দিন একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। ভোটারগণ সঠিকভাবে তাদের ভোট দিতে পারলে বিএনপির মেয়র প্রার্থী মুসফিকুর রহমান মিলনের জয় নিশ্চিত।
উল্লেখ্য, এ গোপালদী পৌরসভায় ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৮ হাজার ৩২৮জন। এর মধ্যে নারী ভোটার ১৩ হাজার ৭৮৪ ও পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৫৪৪জন।#